এ রাজ্যের ১১টি অস্বীকৃত রাজনৈতিক দলকে "শো - কজ" নোটিশ ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্টভাবেই তা জানিয়ে দিয়েছেন। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফেও প্রচার মাধ্যমের কাছে সবিস্তারে তা বিজ্ঞাপন আকারে অবিলম্বে প্রকাশের জন্য পাঠানো হয়েছে। যাতে করে ভোটদানের আগেই এ নিয়ে ভোটারদের মধ্যেই সচেতনতা গড়ে তোলা আরও সহজ হবে। সেইসঙ্গে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে যথাযথ বক্তব্য ও সুস্পষ্ট যুক্তি দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী মাসের ৮ তারিখের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে তা জমা করতে হবে এবং ৯ তারিখ এ নিয়ে বিশেষ শুনানি রয়েছে। সংশ্লিষ্ট দলের সভাপতি বা সম্পাদকেক উপস্থিত থাকার নির্দেশ রয়েছে অথবা প্রধান স্তরের কোনও প্রতিনিধিকে পাঠাতেই হবে। সংশ্লিষ্ট দলের কাছে এদিন সেই মর্মে বার্তাও পাঠানো হয়েছে। কেন তাদের বাদ দেওয়া হবে না এই ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফেও এবং তা সংশ্লিষ্ট রাজ্যগুলির কাছে এই মর্মে জানতেও চাওয়া হয়েছে। প্রসঙ্গত, অল ইন্ডিয়া লেবার পার্টি, গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস, সমাজতান্ত্রিক পার্টি অফ ইন্ডিয়া, অখিল ভারতীয় গোর্খা লিগ, ঝাড়খণ্ড পার্টি (নরেন) এমন মোট ১১টি দলের নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনের খাতায় লিপিবদ্ধ রয়েছে ।
উল্লেখ্য অগস্ট মাসে নির্বাচন কমিশন দেশের ৩৩৪ টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে। ২০১৯ থেকে শেষ ৬ বছরে এই দলগুলি একটিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি। বাস্তবে এই দলগুলির কোথাও কোনো দপ্তরও নেই। এই ৩৩৪ টি দল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের।