ফের বাংলায় সাইবার জালিয়াতি চক্রের হদিশ। ফোন হ্যাক করে সর্বস্ব লুট করত অভিযুক্তরা। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুরের মোহনপুর গ্রাম এলাকায় এই চক্রের ৮ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সকলেই ভিনরাজ্যের বাসিন্দা বলে দাবি পুলিশের। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক ফোন, ল্যাপটপ, এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবুক, লক্ষাধিক টাকা ও বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এরা কোনও বড় প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। সেই চক্রের হদিশ পেতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

উদ্ধার ফোন, ল্যাপটপ

জানা যাচ্ছে, গত বুধবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে মোহনপুরের রয়েল পার্ক এলাকায় তল্লাশি অভিযানে যায় স্থানীয় থানার পুলিশ ও সাইবার বিভাগের আধিকারিকরা। সেখানে দুটি ভাড়া বাড়ি থেকে মোট ৮ জন যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের থেকে ৮টি ল্যাপটপ, ৩১টি স্মার্ট ফোন, ২০টি এটিএম কার্ড এবং ২.৮ লক্ষ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৫ জন ঝাড়খণ্ডের এবং ৩ জন বিহারের। মোহনপুরে কলেজ পড়ুয়া সেজে কয়েকমাস ধরে ভাড়া ছিল অভিযুক্তরা

মোবাইলে লিঙ্ক পাঠিয়ে প্রতারণা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা মোবাইল ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে একটি এপিকে ফাইল ও কয়েকটি লিঙ্ক সাধারণ মানুষদের ফোনে পাঠাত। সেই অ্যাপ ডাউনলোড করলে সেখান থেকে সেই ব্যক্তির ব্যাঙ্কের যাবতীয় নথি পেত। তারপর তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা লুট করত অভিযুক্তরা। তদন্তকারী আধিকারিকদের ধারণা, এই চক্রে আরও অনেকেই জড়িত। তাঁদের নাগাল পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।