কলকাতা, ২৬ অগাস্ট: কনটেইনমেন্ট জোনে ২০ সেপ্টেম্বর পর্যন্তরাজ্যে বন্ধ থাকছে স্কুল-কলেজ। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। অন্যিদিকে ৭,১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে পুরোপুরি লকডাউন থাকবে।
মুখ্যমন্ত্রী জানান, ৩ ও ৪ সেপ্টেম্বর লকডাউন রাখা হয়েছিল। কিন্তু, নিট ও জয়েন্ট পরীক্ষার জন্য তা করা যায়নি। আমরা কেন্দ্রীয় সরকারকে বলছি যাতে পরীক্ষা স্থগিত রাখা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে স্কুল, কলেজ সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলকাতা মেট্রো রেল মেট্রো চালাতে চাইলে আপত্তি নেই। রেলও ধাপে ধাপে চালাতে পারে ভারতীয় রেল। আরও পড়ুন: Mamata Banerjee On NEET, JEE: 'NEET, JEE পরীক্ষা স্থগিতের দাবিতে একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়া হোক', সনিয়া গান্ধির ডাকা বৈঠকে বললেন মমতা ব্যানার্জি
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দীঘাতে রিলায়েন্স জিও কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করবে। যাতে করে রাজ্যে কর্মসংস্থান হবে। এছাড়াও তাজপুরে বন্দর নির্মাণে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।