একদিকে রাজ্যে (West Bengal) ১০০ দিনের কাজের (MGNREGA) সঙ্গে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক থেকে বঞ্চির করার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রেড রোডে ধর্না কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে সদ্য প্রকাশিত সিএজি রিপোর্ট (CAG Report) বলছে, ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় অনুদানের প্রায় ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা খরচের শংসাপত্র জমা দেয়নি তৃণমূল সরকার (TMC)। কেন্দ্রের টাকা পকেটে ভরছে রাজ্যের লোকই, পালটা অভিযোগ বিজেপির। কেন্দ্র বনাম রাজ্যের টানাপড়েনের মাঝে আজ মঙ্গলবার এবার সেই একশো দিনের কাজ প্রকল্পে (MGNREGA) ‘আর্থিক দুর্নীতি’ খুঁজতে বাংলায় হানা দিল ইডি (Enforcement Directorate)।
এদিন সকাল থেকে রাজ্যের চার জেলায় তদন্ত অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক দলে ভাগ হয়ে অভিযান শুরু করেছে ইডি আধিকারিকরা। সঙ্গে রয়েছে বিশাল জওয়ান বাহিনী। হুগলী, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায় হানা দিয়েছে তদন্তকারী দল। এদিন সকালে চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে তদন্তে গিয়ে নাম বিভ্রাটে পড়তে হয় ইডি আধিকারিকদের। তাঁরা যে ব্যবসায়ীর খোঁজে এসেছেন এবং বাড়ির মালিকের নাম এক হলেও দুটি ব্যক্তি আলাদা। এরপর ওই বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা সেরে সঠিক ব্যবসায়ীর বাড়ি পৌঁছয় ইডি।
প্রসঙ্গত, এই প্রথম ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তে নামল ইডি। একযোগে রাজ্যের চার জেলায় চলছে অভিযান।