দমকলমন্ত্রী সুজিত বসু (Picture Source: Facebook)

পুজো মিটতেই পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে পড়ল ইডি। আর সেই কারণেই তদন্তস্বার্থে গত শুক্রবার সাতসকালে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) বাড়ি ও অফিসে আচকাই হানা দেন এনফোর্সমেন্ট ডিরোক্টরেটের আধিকারিকরা। প্রায় ২২ ঘন্টা তল্লাশি চালিয়ে শুক্র ও শনিবার মধ্যরাতে সুজিতের বাড়ি ও অফিস থেকে বেরোন আধিকারিকরা। এদিন সুজিতের বাড়ি ও অফিস ছাড়াও তাঁর ছেলের বাইপাস সংলগ্ন ধাবা, মন্ত্রীর চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট ও দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তর বাড়ি ও কারখানায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা।

উদ্ধার নগদ টাকা

এদিন এই দুর্নীতিকাণ্ডে মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর এই অভিযানেই সুজিতের বাড়ি থেকে হিসাব বহির্ভূত ৪৫ লক্ষ টাকা, একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও এই অভিযানে সুজিত ছাড়াও তাঁর ঘনিষ্ঠজনেদের সম্পত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে কী উদ্ধর হয়াছে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, এদিন রাত দেড়টা নাগাদ অভিযান শেষ করে সুজিতের বাড়ি ও অফিস ছাড়ে ইডি আধিকারিকরা। যদিও এই বেআইনি টাকার কারণে ভবিষ্যতে তিনি কোনও সমস্যায় পড়বেন কিনা, সেটা নিয়ে সংশয় রয়েছে।

আগেও ইডির নজরে ছিলেন সুজিত

তবে এটাই তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালানোর প্রথম ঘটনা নয়। এর আগে গত বছরের ১২ জানুয়ারি সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়ি ও সল্টলেক সেক্টর ওয়ানে অবস্থিত অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময়ও বেশকিছু নথিপত্র ও বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি।