প্রতীকী ছবি (Photo Credit: X)

কলকাতা, ১৩ এপ্রিল: ১০০ বা ২০০ নয়, শিক্ষক নিয়োগ ও রেশন দুর্নীতি মামলায় বিপুল পরিমাণ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। রাজ্যে বড় দুই দুর্নীতিকাণ্ড নিয়ে এমনিতে চিন্তায় রয়েছে শাসক শিবির। শনিবার ইডির তরফ থেকে জানানো হয়েছে, দফায় দফায় তল্লাশি করে এখনও পর্যন্ত ৪১১ কোটি  উদ্ধার করতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা।

এরমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকেই উদ্ধার হয়েছে ৩৬৫ কোটি টাকার সম্পত্তি। যার মধ্যে রয়েছে ঘুষের টাকাও। অন্যদিকে রেশন দুর্নীতি মামলার তদন্ত এখনও চলছে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকসহ এই ঘটনায় যুক্তদের মোট ৪৮টি অস্থাবর সম্পত্তি উদ্ধার করতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত এই মামলায় তৃতীয় চার্জশিট জমা দিয়েছে ইডি।

এছাড়া তদন্তসূত্রে জানা গিয়েছে, এই মামলায় বালুঘনিষ্ঠ শঙ্কর আঢ্য পরিবার ৩৫০ কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে পাচার করে হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তদের আইনজীবী। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় কলকাতা একটি ফ্ল্যাট ফ্রিজ করে ফেলেছে অফিসাররা।