Eastern Railway Restoration work Photo Credit: Twitter@EasternRailway

রাজ্য সহ গোটা দেশের পরিপ্রেক্ষিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন শিয়ালদহ। আর এই শাখায় যাতে সমস্ত ১২বগির ট্রেন চালানো যায় তার জন্য উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। ১২ বগির ট্রেন চালালে লাইনে যেমন চাপ কমবে, তেমনই যাত্রীদের নিরাপত্তাও বাড়াবে। আর সেই কাজের জন্য নন-ইন্টারলকিং এর কাজ সম্পূর্ণ করতে শিয়ালদহ -র ৫টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা রয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। রেলসূত্রে খবর  ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বৃহস্পতিবার(৭ জুন) মধ্যরাত থেকে রবিবার (৯জুন) দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে।

পূর্ব রেলের শিয়ালদহ উত্তর এবং মেন শাখার শহরতলীর যাত্রীদের আরও আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্য সমস্ত ইএমইউ ট্রেনই ১২ কোচের চালাতে চাইছে পূর্ব রেল। তার জন্য শিয়ালদহ স্টেশনে একাধিক প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু হয়েছে। সময়ে সময়ে সেই কাজের অগ্রগতির খবরও দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। আর সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এবার বন্ধ থাকছে শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম।

12-coach upgrade for all Sealdah platforms pic.twitter.com/WgeLBSERKt