আগামী আড়াই দিন কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইস্ট-ওয়েস্ট রুটে বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা। সিগনালিং প্রক্রিয়ার অডিটের জন্য শুক্রবার সন্ধে ৭টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকতে চলেছে এই লাইনে মেট্রো চলাচল। স্বাভাবিকভাবেই এই কারণে চরম ভোগান্তির শিকার হবেন অসংখ্য যাত্রী। সেই কারণে দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। আসলে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এই দুটি লাই সংযুক্ত করতে বদ্ধ পরিকর আধিকারিকরা। সেই কারণেই এই সিগনাল অডিট করা প্রয়োজন বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
মার্কিন সংস্থা পরীক্ষা করবে সিগনাল ব্যবস্থা
জানা যাচ্ছে, বউবাজার এলাকায় খুঁটিনাটি পরীক্ষা ও পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের সিগনাল ব্যবস্থা খতিয়ে দেখতে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশনের আধিকারিকরা আসছেন। তাঁরা গোটা বিষয়টি ভালোভাবে দেখবেন এই আড়াই দিনে। সেই কারণেই এই রুটে বন্ধ থাকতে চলেছে মেট্রো চলাচল। এর আগে ফেব্রুয়ারি মাসেও কয়েকদিন এই লাইনে বন্ধ ছিল মেট্রো চলাচল।
আড়াই দিনে মেট্রোর সময়সূচি
নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের শেষ ট্রেন ছাড়বে। একই সময় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যেও ট্রেন ছাড়বে। অন্যদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে ৭টা ৩ মিনিটে। অপরপ্রান্তে অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহে ট্রেন ছাড়বে ৭টা ৫ মিনিটে। সোমবার আবার যখন মেট্রো চালু হবে তখন সোয়া আটটায় শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে ট্রেন ছাড়ার কথা ৮টা ৫মিনিটে। এদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে সকাল ৮টায়। একই সময়ে হাওড়া ময়দান থেকেও ট্রেন ছাড়বে।