কলকাতা, ১৩ অক্টোবর: দুর্গাপুরকাণ্ড (Durgapur Gang Rape Case) নিয়ে শাসক, বিরোধী তরজা অব্যাহত। দুর্গাপুরে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় বিজেপি ফের তোপ দাগল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তোলেন মুখ্য়মন্ত্রী, সেই সময় গেরুয়া শিবিরের তরফে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা করা হল।
বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া (Gaurav Bhatia) মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের উপর 'কলঙ্ক' বলেও আক্রমণ করেন গৌরব ভাটিয়া। আরজিকর, সন্দেশখালির ঘটনার পর এবার আরও এক গণধর্ষণ। আরজিকর, সন্দেশখালির বিচার না হাওয়ার আগেই আরও একটি ঘটনা ঘটে গেল বলে মন্তব্য করেন গৌরব ভাটিয়া।
দেখুন কী লিখলেন গৌরব ভাটিয়া...
পাশাপাশি যে মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে রাতে বাইরে বেরোতে নিষেধ করেন, তাঁর পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই বলেও দাবি করেন বিজেপি নেতা। তিনি আরও বলেন, মানুষ এখন বুঝতে পারছে যে তারা একজন নৈরাজ্যবাদী, হৃদয়হীন মানুষের উপর আস্থা রেখেছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং আইনের অধীনে এর জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন বিজেপির মুখপাত্র।
দুর্গাপুরকাণ্ডে মুখ্যমন্ত্রী বেসরকারি মেডিকেল কলেজগুলির দায়িত্ব, নিরাপত্তার বিষয়ে সরব হন। পাশাপাশি মেয়েদের বেশি রাত করে বাইরে বেরোনো উচিত নয়। বেশি রাতে বেরোলে নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই সুনিশ্চিত করতে হবে। প্রত্যেকের বাড়িতে গিয়ে পুলিশ খোঁজ নিতে পারে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। দোষীরা শাস্তি পাবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
তবে মহিলাদের রাতে বেরনো নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
এদিকে দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ২ জন পলাতক। তাদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়।