Durga Puja 2023. (Photo Credits: Rita Chandra)

পার্থ প্রতিম চন্দ্র: মনখারাপের কথা কাল হবে। আজ মহানবমী। বাঙালীর শেষবেলার পুজো দেখার পালা। দুপুরের মুষলধারে বৃষ্টিতে মনখারাপ হয়ে গিয়েছিল। এখনও আকাশের মুখভার। কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হচ্ছে। তবে সেসবের পরোয়া না করে সন্ধ্যা নামতেই জনজোয়ার। সেই মহালয়া থেকে ঠাকুর দেখছে মানুষ। নবমীতে এসে ঠাকুর দেখার সেই স্পিরিট তুঙ্গে উঠেছে। যতই হোক স্লগ ওভারের ব্যাটিং, পরীক্ষার আগে শেষ প্রস্তুতি, শেষ বয়েসের প্রেমে মরিয়াভাবটা সব সময়ই বেশী থাকে। বেশী থাকে বলেই বোধহয় শহরের মানুষের উন্মাদনাকে আজ থামানো যাচ্ছে না।

বেহালার পুজো দেখার ভিড় নিউ আলিপুরে শেষ হয়েছে। একডালিয়া এভারগ্রিনের লাইন এসেছে ঠেকেছে দেশপ্রিয় পার্কে। হাজরার জনজোয়ারের ঢেউ খিদিরপুরে আছড়ে পড়ছে। এমনই সব এলোমেলো হিসেবের আনন্দ জড়ো হয়েছে নবমীর রাতে। কলকাতা পুলিশের হিসেব বলছে, আজকে সন্ধ্যার ঠাকুর দেখার ভিড় সব রেকর্ড ভাঙতে চলেছে। বহু মানুষ রাস্তায় নামলেও যানজট কিন্তু তুলনায় কম। পুলিশ-স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে মানুষের ঠাকুর দেখার আনন্দ মাটি হয়ে যাচ্ছে না।

এক নজরে শহরের কোথায় কেমন মুড

বালিগঞ্জ-গড়িয়াহাট: একেবারে ভিড়ে ঠাসা। দেশপ্রিয় পার্ক থেকে লাইন শুরু হয়েছে। ত্রিধারা সম্মিলনী, হিন্দুস্থান পার্ক হয়ে সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন। বালিগঞ্জ সার্বজনীনও বেশ ভিড়। একডালিয়ার আলোর বাহার, ঝাড়বাতির রোশনাই ছাপিয়ে যাচ্ছে সব কিছুকে। সিংহী পার্কের পুতুলনাচের তালে ভিড়টাও যেন কিছুটা ওঠানামা করছে।

খিদিরপুর: এবার মাতিয়ে দিয়েছে খিদিরপুরের পুজো। খিদিরপুর ২৫ পল্লীর শ্রমিকদের গানের থিম দেখে মুগ্ধ মানুষ। নবমীর রাতে ২৫ পল্লীতে রেকর্ড ভিড়, রেকর্ড লাইন। খিদিরপুর ৭৪ পল্লী, ৭৫ পল্লীতেও বেশ ভিড়।

হাজরা: বেশ কতগুলো ভাল ঠাকুর হয়েছে এই অঞ্চলে। মেট্রো থেকে নেমে সোজা হেঁটে ভিড় ঠেলে ঠাকুর দেখছে মানুষ।

নিউ আলিপুর, চেতলা: নিউ আলিপুর মানেই সুরুচির পুজো। এবার সুরচির পুজোয় রেকর্ড ভিড় হচ্ছে। মণ্ডপ অসাধারণ হয়েছে। চেতলা অগ্রণী বারবরই চমক দেয়। এবারও মেয়র ফিরহাদ হাকিমের পুজোয় দারুণ ভিড়। তবে সুরুচি, অগ্রণীর ভিড় ঠেলে ঠাকুরটা দেখতে পারলে সব কষ্ট সার্থক হতে পারে। তাই তো ঘণ্টাখানেক লাইন দিয়ে সুরুচির পুজো দেখে ফিরে ৯ বছরের ছোট্ট পায়েলের আব্দার, এতো সুন্দর, আবার দেখবো। যদিও অনেকেই বলছেন, সব লাইন বারবার, সুরচির একবার...

বেহালা: গত কয়েক বছরের মত বেহালা এবারও চ্য়াম্পিয়ন। ফুচকা থিমে প্যান্ডেলেই সবচেয়ে বেশী ভিড়। তবে দেবদারু ফটক, বেহালা ক্লাব, ঐক্যতনা, বড়িষা ক্লাবের পুজোয় চমক অনেক বেশী। বেহালায় যানজট বেশী হয়, ভিড়ও ভারী। কিন্তু একবার ঢুকে পড়ে, বেরিয়ে আসতে পারলে বলতেই হবে, বেহালাই সেরা।

কসবা: কসবা এবার মাতিয়ে দিয়েছে। বোসপুকুর শীতলামন্দিরের পুজোয় লাইনটা গত বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশী।

টালিগঞ্জ/হরিদেবপুর: হরিদেবপুর অজেয় সংহতির লাইনের কোথায় শুরু, কোথায় শেষ কিছুই বোঝা যাচ্ছে না। হরিদেবপুরের আরও দু তিনটি পুজোয় বেশ লাইন

শ্যামবাজার: একদিকে, বাগবাজার। অন্যদিকে, শোভাবাজার-কুমারটুলি। শ্যামবাজারের ভিড় বাকি সব জায়গাকে ছাপিয়ে গিয়েছে। লাগাম ছাড়া ভিড় সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে।

বেলগাছিয়া: টালা পার্ক, টালা প্রত্যয়। টালার দুটো বড় পুজোয় বাকিদের টেক্কা দিচ্ছে। টালা প্রত্যয়ের ঠাকুরের কোনদিকে? কথাটা শ্য়ামবাজার পাঁচমাথার মোড়ে কমন প্রশ্ন।

দমদম: দমদমে এবার বেশ ভাল পুজো হয়েছে। একসঙ্গে অনেকটা পুজোয় লম্বা লাইন। 

এবং

লেকটাউন (শ্রীভূমি): আর শ্রীভূমির ভিড় তো একাই  একশো। ওয়ার্ল্ড ডিজনি-র ১০০ বছরে ডিজনিল্য়ান্ডের পুজো দেখার হিড়িক এবার তুঙ্গে। নবীমতে ডিজনি নিয়ে হিড়িক তুঙ্গে উঠছে। শ্রীভূমির ডিজনির আলোর খেলা নিয়ে যতই সমালোচনা হোক, শ্রীভূমির ভিড় আছে শ্রীভূমিতেই।