Durga Puja 2025: দুপুরের প্রবল বৃষ্টিতে মনখারাপ হয়ে গিয়েছিল শহরের। সকাল সকাল মহাষ্টমীর অঞ্জলী সেরে ঠাকুর দেখার প্রস্তুতি শুরু করে দিয়েছিল বাঙালি। কিন্তু বাধ সেধেছিল বৃষ্টি। ক দিন আগেই রেকর্ড বৃষ্টির স্মৃতি টাটকা থাকায় অনেকেই হতাশা হয়ে পড়েছিল। কিন্তু বৃষ্টি প্রবল হলেও দীর্ঘক্ষণ হয়নি। বিকেল থেকেই আবার শহরে ফিরেছে পুজোর আমেজ। আজ, মহাষ্টমী। ৩৬৫ দিনের বছরে এই একটা দিন বাঙালির সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছে। অষ্টমীর সকলা, দুপুর, সন্ধ্যাটা শুধুই বাঙালির। আজ আর কোনও অভিযোগ নয়, কোনও মনখারাপ নয়। আজ শুধুই উৎসব। বিকেল থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছেন সবাই। এবার কলকাতার পুজোয় পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর ভিড় রেকর্ড গড়েছিল। কিন্তু বৃষ্টি অসুরকে চ্য়ালেঞ্জ জানিয়ে অষ্টমীর সন্ধ্যার ভিড়ের উন্মাদনা, আবেগ থছাপিয়ে গেল সব কিছুকে। শহরের উত্তর থেকে দক্ষিণ, মধ্য কলকাতা থেকে হাওড়া সর্বত্র রাস্তায় জনসুনামি।
দক্ষিণ কলকাতায় কোথায় কোথায় ভিড় সবচেয়ে বেশি
দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ছে ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণীতে। সবচেয়ে বেশি নজর কাড়ছে রাসবিহারী অ্য়াভিনিউয়ের 'সমাজসেবী সংঘ'। পাশাপাশি প্রতিবারের মত একডালিয়া এভারগ্রিন, দেশপ্রিয় পার্ক, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ, ম্যাডাক্স স্কোয়ার, কালীঘাট ৬৬ পল্লী, বালিগঞ্জ সার্বজনীন, যোধপুর পার্ক সার্বজনীন , সুরুচি সংঘে বেশ ভিড় হচ্ছে। বেহালার পুজো এবার টেক্কা দিচ্ছে বাকিদের। নাকতলা উদয়ন সংঘ, পূর্বাচল শক্তি সংঘের পুজোও বেশ নজরকাড়া আর রেকর্ড ভিড়ের হচ্ছে। বেহালা ক্লাব, বড়িষা ক্লাব, আদর্শ পল্লী, বেহালা ফ্রেন্ডস, রয়েড পার্ক, কেএফআর মাঠের পুজো এবার দারুণ হয়েছে। খিদিরপুরের পুজোগুলি বরাবরের মত এবারও চোখ কাড়ছে।
ত্রিধারা সম্মিলনীতে রেকর্ড ভিড়, অঘোরীদের নাচের লাইভ পারফরম্যান্স চলছে
Crazy Aghori Dance 🔥 at Tridhara Sammilani Durga Puja, Kolkata! 🪔💃 #DurgaPuja2025 #KolkataVibes #AghoriDance#Tridhara #Puja #Puja2025 #Kolkata #DurgaPuja2025 pic.twitter.com/6awI3vjknk
— know the Unknown (@imurpartha) September 28, 2025
অষ্টমীর সন্ধ্যায় রঙীন রাজপথ
Watch Durga Puja with me from miles of distance this is just a few from South Kolkata❤️ pic.twitter.com/wEboW1XxBZ
— Anika M (@Anika_Breaths) September 30, 2025
উত্তর কলকাতায় ভিড় কোথায় কোথায় বেশি
উত্তর কলকাতায় টালা প্রত্যয়, টালা পার্ক, কাশীবোস লেন সমিতি, জগত মুখার্জি পার্কের ভিড় সবচেয়ে বেশি। কুমারটুলি, হাতিবাগান, শ্যামবাজারের পুজোগুলিতেও লম্বা লাইন দেখা যাচ্ছে। লেকটাউনের শ্রীভূমের পুজো নিয়ে উন্মাদনা গত কয়েকটা বছরের তুলনায় এবার বেশি। অন্তত ভিড় দেখে তেমনই মনে হচ্ছে।
মধ্য কলকাতায় ভিড় কোথায় বেশি
কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, মহম্মদ আলি পার্ক ও শিয়ালদহ অ্যাথলেটিক্স ক্লাবে বিকেল থেকেই প্যান্ডেলের সামনে লম্বা লাইন পড়েছে। পার্ক সাকার্স ময়দানে তিল ধারনের জায়গা নেই। কসবা, যাদবপুর, পাটুলি, হরিদেবপুর, টালিগঞ্জের রাস্তায় মানুষের ঢল। এবার কসবা, হরিদেবপুরের পুজো দর্শনার্থীর মন জিতছে। এবার শহরের পুজোয় নজরকাড়া প্যান্ডেল, সুন্দর প্রতিমা, নানা অবিনব থিমের পুজোর মধ্যে লাইটিং বা আলোকসজ্জার কথাও বলতে হচ্ছে। কলকাতার পুজো আলোকসজ্জায় এতটা রঙীন আর সুন্দর আগে দেখা গিয়েছিল কি না তা নিয়ে কয়েকজনকে বেহালার পুজোর লাইনে দাঁড়িয়ে আলোচনা করতে শোনা গেল।
ভিড়ের মাঝেও হাসিমুখ সবার
কলকাতা পুলিশ পূর্ণশক্তিতে এই রেকর্ড ভিড়কে সামলানোর কাজ করছে। কলকাতা পুলিশ, ও ট্র্য়াফিক পুলিশের উদ্যোগে দর্শনার্থীরা শান্তিতে ঠাকুর দেখতে পারছেন। তবে বেশ কিছু জায়গায় ভিড় এতটাই বেশি সেটা জনসচেতনার ওপর নির্ভর করবে। তবে এত ভিড়ের মাঝে দর্শনার্থীদের মুখে চওড়া হাসি। সবার এক কথা, ঠাকুর দেখার জন্য ভিড়, এতটা পথ হাঁটা কোনও ব্যাপার নয়। এখানেই কলকাতার পুজো ব্যতিক্রমী। অভিনব থিম, আলোকসজ্জার মাঝে দর্শনার্থীদের স্পিরিটটার জন্য আলাদা হাততালি প্রাপ্র্য।
বাঙালির কাছে সবচেয়ে বড় দিন আজ
সব মিলিয়ে কলকাতা এখন উৎসবের শহর। আজ যে অষ্টমী। এই একটা দিন শুধুই বাঙালির। বাঙালির জীবনের অনেক সমস্যা, কিন্তু আজ সেসব সমস্যার কথা তোলা থাক। আজ যে অষ্টমী। শুভ মহাষ্টমী।