Durga Puja 2025: দেখতে দেখতে চলে আসছে পুজো। আর মাত্র ৪৮ দিন। তারপরই বাঙালির সবচেয়ে বড় উতসব দুর্গাপুজোর শুরু। এবার পুজো অনেকটাই আগে পড়েছে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী। ২ অক্টোবর দশমী। পুজো তাড়াতাড়ি পড়ায়, উতসবের কেনাকাটাও এবার একটু আগেই শুরু হয়ে গিয়েছে। পুজোর শপিংয়ে গড়িয়াহাট থেকে নিউ মার্কেট, হাতিবাগান থেকে গড়িয়াহাটে ব্যস্ততা শুরু হয়েছে। স্বাধীনতা দিবসের আগেই বাঙালি পুজোর বাজারে ভিড় জমাচ্ছে। কটা দিনের টানা বৃষ্টির পর কলকাতায় এখন রোদ উঠেছে। আর পরিষ্কার আবহাওয়ায় রবিবার পুজোর কেনাকাটা জমিয়ে শুরু হয়েছে। এদিন বিকেল থেকে ধর্মতলা, হাতিবাগান, গড়িয়াহাট, খিদিরপুর, বেহালার শপিং মল, দোকান, ফুটপাথে ভিড় চোখে পড়ছে। ব্যবসায়ীরাও বলছেন, বৃষ্টির কারণে গত কয়েকটা দিন বাজার খারাপ থাকলেও মানুষ এখন পুজোর বাজার শুরু করেছে। গতকাল, শনিবার রাখির দিনেও শহরের শপিং মল, বাজারে ছোট-বড় দোকান, ফুটপাথগুলিতে কেনাকাটার ভিড় দেখা যায়। তবে আজ, রবিবার ভিড় অনেকটাই বেশি। পুজোর আগে আর কেনাকাটার জন্য বাঙালি আর ৬টি রবিবার পাচ্ছে (আজকেরটা বাদ দিয়ে)।
শহরের শপিং মলগুলি থেকে বাজারে শুরু পুজোর কেনাকাটার ভিড়
শপিং মলগুলিতে স্বাধীনতা দিবসের সঙ্গে পুজোর অফার নিয়ে চলে এসেছে। বিভিন্ন শপিং মলের পাশাপাশি আজ, রবিবার বাজারের ছোট-বড় দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় দেখা গেল। এবার পুজোয় ভাল ব্যবসার আশা করছেন ছোট ব্যবসায়ীরাও। মানুষ এখন অনলাইনে জামাকাপড়, জুতো, প্রসাধনীর কেনাকাটা বাড়িয়েছে ঠিকই, কিন্তু পুজোয় বাঙালি দোকান, শপিংমল, ফুটপাথের পণ্য কিনতে চায় বলে তাদের দাবি। পাশাপাশি তাদের দাবি, অনলাইনের দামকে চ্যালেঞ্জ জানায় ছোট-মাঝারিমাপের দোকানে জিনিস, সঙ্গে মেলে পণ্যকে হাত দিয়ে দেখার সুযোগ। হাসি ফিরছে ব্যবসায়ীদের মুখে। আরও পড়ুন- কেমন থাকবে শহরের আকাশ
২৮ অক্টোবর ষষ্ঠী থেকে পুজো শুরু, তবে এখন মহালয়ার পরদিন থেকেই ঠাকুর দেখার ভিড় শুরু হয়
ব্যবসায়ীর বলছেন, সাধারণত পুজোর বাজার এক মাস আগে থেকে শুরু হয়। তবে এবার এখন থেকেই শুরু হয়েছে। গতবার আরজি কর কাণ্ডের জেরে শহরের মনখারাপের বড় প্রভাব শহরের পুজোর বাজারে পড়েছিল। যদিও বিক্রিতে তেমন ঘাটতি ছিল না, কিন্তু পুজোর বাজারে গতবার ভিড়টা হয়েছিল শেষ দিন দশেক। তবে ব্যবসায়ীরা বলছেন, এবার যেভাবে ভিড় শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে সুদিন ফিরছে।