পুজোর বাকি আর কয়েকটা দিন। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে। লেটেস্টলি বাংলার পেজে দেখতে থাকুন কলকাতার সেরা পুজোগুলোর খুঁটিনাটি ঃ-
কলেজ স্কোয়ার সার্বজনীন
মধ্য কলকাতার অপূর্ব যে দূর্গা পূজা মণ্ডপটি দর্শনাথীদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকে তা হল কলেজ স্কোয়ার সার্বজনীন(college square Durga Puja 2023 )।কলেজ স্কোয়ারের পুজো এই বছর ৭৬ বছরে পা দিল। থিম পুজোর ছড়াছড়ি গোটা কলকাতা জুড়ে। থিমের ভিড়ে হারিয়ে যাচ্ছে সাবেকিয়ানা। তবু কলেজ স্কোয়ারের পুজোতে এবারেও থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। ২০২৩ সালে কলেজ স্কোয়ারের মন্ডপ সেজে উঠবে মহীশূর প্যালেসের আদলে।
থিমের ভিড়েও প্রতিবারই নজর কাড়ে কলেজ স্কোয়ারের পুজো। সাবেকি প্রতিমা, উজ্জ্বল আলোকসজ্জায় সবকিছুতেই থাকে সাবেকিয়ানার ছোঁয়া।এবছর ভাস্কর সনাতন রুদ্র পাল রয়েছেন প্রতিমার দায়িত্বে ।