Durga Puja (Photo Credit: Twitter)

কলকাতা, ১২ অক্টোবর: ষষ্ঠীর রাত বুঝিয়ে ছিল করোনার কথা ভুলে জনপ্লাবনে ভাসতে চলেছে কলকাতার দুর্গাপুজো (Durga Puja Kolkata)। সোমবার ষষ্ঠীর রাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sree Bhumi Sporting Club) 'বুর্জ খলিফা'থিমের টানে যে ভিড়টা হয়েছিল, তা করোনা কালের আগেও কোনও একটা বিশেষ মণ্ডপকে নিয়ে এতটা হয়তো দেখা যায়নি। শ্রীভূমির ভিড়ের কাছে অবশ্য এবার পিছিয়ে পড়েছে একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্কের মত অভিজাত পুজোগুলি। যদিও সেটা ষষ্ঠীর রাতের হিসেব, সপ্তমী থেকে হিসেবটা পরে হবে।

কিন্তু পুজোয় ভিড়ের খেলা শুরু হয়ে গিয়েছে। মহাসপ্তমীর সকাল থেকে ঠাকুর দর্শনে ভিড় হয়েছে। এবার রাতে জনস্রোত না জনপ্লাবন না জন সুনামি হয় সেটাই দেখার। করোনার তৃতীয় ঢেউয়ের কথা বারবার বলা হলেও কেন এবার পুজোয় মানুষ ভিড় জমাচ্ছেন? অনেকেই বলছেন, গতবার পুজোটা যেভাবে ভয়ে ভয়ে কেটেছে তাতে মানুষ এবার গতবারের আফশোস মেটাতে মাস্ক পরে নেমে পড়েছে। শ্রীভূমি, সুরুচির ভিড় নিয়ে অনেকে বলছেন, যেহেতু অনেক পাড়াতে, এমনকী বেশ কিছু বড় পুজোতেও এবার নম নম করে পুজো হয়েছে, তাই সেসব ভিড় গিয়ে জমা হয়ে গিয়েছে দু একটা মণ্ডপে। দশটা মণ্ডপের ভিড় দু একটাতে জড়ো হলে যা হয়, সেটাই এবার হয়েছে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: Durga Puja 2021: দুর্গা পুজোয় যশের সঙ্গে ঢাক বাজালেন নুসরত, ভাইরাল ভিডিয়ো

করোনার মাঝে ঠাকুর দেখার ভিড় নিয়ে যত কথা হচ্ছে, ততটা কথা হচ্ছে না মানুষের খুশি নিয়ে। একশো টাকা লিটার পেট্রোল, বাজারে অগ্নিমূল্য, বেকার সমস্যা তুঙ্গে, করোনায় প্রিয়জন হারানোর চাপা যন্ত্রণা নিয়ে বিগত কয়েক মাস খুব আতঙ্কে কাটিয়েছে বাঙালি। মা এসেছেন। এই কটা দিন সব ভুলে মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে। ভিড় এড়াতে গিয়ে ভিড়ও হয়ে গিয়েছেন। সাবধানতা অনেকের মধ্যেই চোখে পড়ছে। তবু করোনা ভাইরাসটা ভয়ঙ্কর। যতটা সাবধানে থাকা যায়। যতই হোক, পুজো গেল পুজো আসে, জীবন গেলে তো আর জীবন ফেরে না রে...