Durga Puja 2019: ছুটির আমেজে আজ চতুর্থী থেকে ঠাকুর দেখার তাড়া, বৃষ্টি নিয়েই যত আশঙ্কা
দুর্গাপূজা (Photo Credits: Flickr)

কলকাতা, ২ অক্টোবর: আজ চতুর্থী (Chaturthi)। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ছুটির কারণে আজ থেকেই ঠাকুর দেখার শুরু হয়ে যাচ্ছে। মণ্ডপে মণ্ডপে আজ থেকেই দর্শনার্থীদের ঢল নামতে চলেছে। বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে তৃতীয়া-চতুর্থী থেকেই ঠাকুর দেখার ভিড় বাড়ে। যেহেতু আজ সরকারী ছুটি তাই ভিড়ের মাত্রাটা বাড়বে। যদিও বৃষ্টি নিয়ে ভয় থেকেই যাচ্ছে। আবহাওয়া দফতর (IMD)-র পূর্বাভাস অনুযায়ী সপ্তমী (শনিবার) ও অষ্টমী (রবিবার) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আর নবমী (সোমবার), দশমী (মঙ্গলবার) ভারী বৃষ্টিপাত হতে পারে।

অনেক অফিসে কাল থেকেই ছুটি পড়ে গিয়েছে। এমন অবস্থায় শহরের বিখ্যাত মণ্ডপগুলিতে আজ থেকেই যা দর্শনার্থীদের জোয়ারে ভাসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আজ সন্ধ্যায় শহরের বিভিন্ন মণ্ডপে ভিড় সামলাতে প্রস্তুত কলকাতা পুলিশ। যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  আরও পড়ুন-সামনে এল রানু মণ্ডলের রেকর্ড করা প্রথম গান, শুনুন ও দেখুন পুজোর গানের সেই ভিডিও

এখন অনেকেই চান সপ্তমী-অষ্টমী-নবমীর ভিড় এড়াতে আগেই বড় মণ্ডপগুলি দেখে নিতে। আর তাই এখন চতুর্থ থেকেই পুজোর ভিড়ের শুরু হয়।

এবার পুজো মণ্ডপে (Pandal) গেলেই দেখতে পাবেন ‘ফায়ার বল। (Fire Ball)’খোদ দমকল মন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) পরামর্শে পুজোর উদ্যোক্তারা এবার মণ্ডপে রাখবেন অগ্নিনির্বাপক ‘ফায়ার বল।’দমকল দপ্তরে একটি অনুষ্ঠানে দমকলমন্ত্রী বলেন, ছোটখাট আগুন নিয়ন্ত্রণ বা নেভানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা গ্রহণ করবে এই ফায়ার বল। মোট ২২ লক্ষ ৬৮ হাজার ৪০০ টাকা খরচ করে ২ হাজার বল কিনেছে দমকল দফতর। এগুলি প্রত্যেকটি দমকল কেন্দ্রে (Fire Station) পাঠিয়ে দেওয়া হবে যাতে সুবিধা মতো ব্যবহার করতে পারেন দমকলের কর্মীরা।