Kolkata Metro (Photo Credits: X)

ফের মেট্রো বিভ্রাট। শনির সাত সকালে থমকে গেল মেট্রোর চাকা। দমকম (Dumdum) থেকে কবি সুভাষ (Kavi Subhash) পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। শোভাবাজারে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। মেট্রো স্টেশনের বোর্ডে লিখে দেওয়া হয়েছে, 'পরিষেবা বন্ধ'। যাত্রীদের স্টেশন খালি করে দিতে বলা হয়েছে। তবে কী কারণে মেট্রো পরিষেবা বন্ধ বা কী সমস্যা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

সকাল সকাল মেট্রো স্টেশনে স্কুল এবং কলেজ পড়ুয়াদের ভিড় থাকে ভীষণ ভাবে। এদিনও তাই ছিল। কিন্তু হঠাৎ করেই ব্যস্ত মেট্রো স্টেশনের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম অসুবিধায় পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, দমদম থেকে সকাল ৭টা ৫ মিনিটে ছাড়া মেট্রোটি শোভাবাজার গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, মেট্রো পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। যাত্রীদের মেট্রো থেকে নামতে বলার পাশাপাশি মেট্রো স্টেশনই খালি করে দিতে বলা হয়। এরপরেই গন্তব্যের জন্যে হন্যে হয়ে বিকল্প পরিষেবার দিকে যাত্রীরা যে যার মত ছোটেন।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফেও এই বিষয়ে এখনও কিছু বিবৃতি প্রকাশ করে জানানো হয়নি।