আগে থেকেই কড়া নজরদারি চলছিল স্টেশন চত্বরে। এরপর যখনই ডাউন কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে (Malda Town Station) আসল, তখনই তটস্থ হলেন রেল পুলিশ। কিছুক্ষণ পরেই একটি হ্যাণ্ডব্যাগ ও একটি পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে এক মহিলা নামলেন স্টেশন। তারপরেই তাঁকে দেখা গেল সন্দেহজনকভাবে ঘুরপাক করতে। অবশেষে সন্দেহের বশেই তাঁর তল্লাশি চালায় পুলিশ। তাতেই মিলল সাফল্য। হ্যাণ্ডব্যাগ থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক। উদ্ধার হয়েছে ৫৯৪ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হল ওই মহিলাকে। জানা যাচ্ছে, মালদার বিভিন্ন জায়গায় মাদক পাচার করার কথা ছিল তাঁর।
জানা যাচ্ছে, কলকাতা পুলিশের তরফ থেকে এসটিএফের কাছে আগে থেকেই খবর এসেছিল যে এই ট্রেনের মাধ্যমে বিপুল পরিমাণের মাদক পাচার হতে চলেছে। আর সেই খবর পেয়েই নজর বাড়ানো হয়েছিল মালদহ টাউন স্টেশনের। গ্রেফতার হওয়া মহিলার নাম সামিনা খাতুন। স্বামী হজরত আলি। তাঁদের বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা। যদিও বাচ্চাটি সামিনার কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা জানার জন্য জেরা করা হচ্ছে ওই মহিলাকে।