Drone in murshidabad (Photo Credit-X@tirthajourno)

ভারত পাকিস্তান উত্তেজনার আবহে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর-বরোজডিহি গ্রামে একটি ড্রোন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে সামশেরগঞ্জ এর দুর্গাপুর-বরোজডিহি গ্রামে কিছু যুবক মাঠের পাশে বসে গল্প করছিল। সেই সময়ে ওই গ্রামের বাসিন্দা এক যুবক একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত চলছে।

মুর্শিদাবাদে পাওয়া ড্রোন নিয়ে উদ্বেগকে গুরুত্বের সাথে না দেখে এটিকে একটি ক্ষতিকারক ফটোগ্রাফি ডিভাইস বলে বর্ণনা করেছে আধাসামরিক বাহিনীর তদন্তকারী দল,  যার কোনও পেলোড ক্ষমতা নেই।মুর্শিদাবাদ ড্রোন সম্পর্কে এক বিবৃতিতে, আধাসামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে এটি একটি অ-প্রাণঘাতী, বাণিজ্যিক ডিভাইস যার কোনও পেলোড ক্ষমতা নেই, সাধারণত ইভেন্টের সময় ছবি তোলার জন্য ব্যবহৃত হয়।

 

সাম্প্রতিক দিনগুলিতে পাকিস্তানের ড্রোন বারবার  ভারতের ভূখন্ডে অনুপ্রবেশের কারণে উত্তর-পশ্চিম সীমান্তে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সেই সময়ে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ সীমান্ত বিএসএফ (BSF South Bengal Frontier) এর তরফে পূর্ব সীমান্তে গুজব না ছড়ানোর জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে। বি এস এফ এর তরফে জানানো হয়েছে এটি একটি আলোকচিত্রীর ড্রোন, যার রেঞ্জ মাত্র  ৪০০-৫০০ মিটার পাল্লার। এই ড্রোনে কোনও হুমকি নেই। ঘটনার তদন্তের স্বার্থে ড্রোনটিকে শামসেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ড্রোনের মালিকের সন্ধান করা হচ্ছে।"