রাত পোহালেই কালীপুজো (Kali Puja 2025)। আর কালীপুজোতে জাকজমকের সঙ্গে থিমের লড়াই হয় বারাসতে। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব, নবপল্লী অ্যাসোসিয়েশন, কেএনসি রেজিমেন্ট সহ একাধিক পুজোতে ইতিমধ্যেই মানুষ ভিড় জমিয়েছে। শনিবার রাতেও দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে বিভিন্ন পুজো মণ্ডপে। রবিবারে সেই ভিড় আরও বাড়ার আন্দাজ করছে পুজো কমিটি। আর সোমবার সেই ভিড় যে রেকর্ড পেরোবে, সেকথা এখন থেকেই নিশ্চিত করে বলা যাচ্ছে। রবিবার সকালে কেএনসি রেজিমেন্ট পুজো মণ্ডপ দেখতে আসেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং।

মোবাইলে ছবি তুললেন ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং

বারাসতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে একটি কেএনসি রেজিমেন্ট। এথানকার থিম ও প্রতিমা বিশেষত্ব সকলকে আকৃষ্ট করে। সেই কারণে চোখে দেখার পাশাপাশি প্রতিমা ও প্যাণ্ডেলের অপরূপ সৌন্দর্য মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখলেন কেএনসি রেজিমেন্ট। যদিও এখনও মণ্ডপ প্রস্তুতির কাজ এথনও চলছে। আজ রাতেই উদ্বোধন হওয়ার কথা এই পুজোর। এই কেএনসি রেজিমেন্টের পুজোকে জোড় টক্কর দেয় পাইওনিয়ার অ্যাথলেটিকের পুজো।

দেখুন ভিডিয়ো

বারাসতের অনান্য জনপ্রিয় পুজোগুলি

অন্যদিকে, নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। পাশাপাশি নবপল্লী আমরা সবাই ক্লাবের থিম কৈলাস ও মানস সরোবর। টাকি রোডের ওপর অবস্থিত বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের পুজোয় এবারের থিম পঞ্জাবের স্বর্ণ মন্দির। এদিকে সন্ধানী ক্লাবের থিম রাশিয়ান মনুমেন্ট। এছাড়া বিদ্রোহী স্পোর্টিং ক্লাব, রাইজিং স্টার/কিশোর স্পোর্টিং ক্লাবের পুজোগুলিও যথেষ্ট জনপ্রিয়।