দশ দফা দাবি নিয়ে প্রায় কয়েক সপ্তাহ ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের আশ্বাসে তাঁরা বিক্ষোভ তুলে নিলেও নির্ধারিত সময়ে কোনও দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনের ফেরেন জুনিয়র চিকিৎসকেরা। গত ৩ অক্টোবর রাজ্য সরকারকে ২৪ ঘন্টার সময়সীমা বেধে দিয়েছিলেব প্রতিবাদীরা। কিন্তু তারপরেও দাবি পূরণ না হওয়ায় আমরণ অনশনের বসেন তাঁরা।

জানা যাচ্ছে, আপাতত জুনিয়র চিকিৎসক ফ্রন্টের ৬ সদস্যের প্রতিনিধি দল এসপ্ল্যানেডে অস্থায়ী মঞ্চ করে অনশনে বসেছেন। যেখানে রয়েছেন অনুষ্ঠুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা ও পুল্যস্ত আচার্য। অন্যদিকে প্রতিবাদী চিকিৎসকরা কাজে ফিরলেও তাঁরা কোনও খাবার খাবেন না বলে জানিয়েছেন। রবিবার ধর্মতলার অনশন মঞ্চে এসেছিলেন কিঞ্জল নন্দা ও দেবাশিষ হালদাররা। সেখান থেকে তাঁরা জয়নগরের উদ্দেশ্যে রওনা দেন। জানা যাচ্ছে, কুলতলি মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।