কলকাতা: মনে আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে কত টাকা উদ্ধার হয়েছিল? শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ২০২২ সালে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ৫১ কোটি টাকা এবং প্রচুর সোনা, বিদেশি মুদ্রা। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়। ২০২৪ সালে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। পাঁচ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতাকে জামিন দেওয়া হয়।
এদিকে গতকাল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC) ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রেখে চাকরি বাতিলের রায় দিয়েছে। কারা যোগ্য, কারা অযোগ্য তার পৃথকীকরণ সম্ভব নয় বলে ২০১৬ সালের এসএসসি’র পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রায়ের পর হাহাকার পড়ে গিয়েছে বাংলার যুবসমাজের মধ্যে । আদালতের রায়ে কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা।একধিক ব্যক্তির মাথার উপর লোনের কারো। কেউ কেউ সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, এক লহমায় যেন তাঁদের মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। নিজেকে সামলাতে পারছেন না অনেকে, ক্ষোভে-দুঃখে দিশাহারা হয়ে অনেকে আত্মহত্যা করার কথাও বলছেন। চাকরি হারিয়ে গোল্ড মেডেল পাওয়া শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বলেন, ‘গোল্ড মেডেল পাওয়ার পরও যদি আমাকে যোগ্য হওয়ার প্রমাণ দিতে তাহলে তো আর কিছু বলার থাকে না। এতগুলো বছর পেরিয়ে এসে এখন যোগ্যতার প্রমাণ দেওয়া সম্ভব কিনা তাও জানি না।’
গতকাল সুপ্রিম কোর্টর রায়ে ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর
বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওএমআর শিটকে হাতিয়ার করে পার্থর জামিনের পক্ষে সওয়াল করেছেন আইনজীবী।