ব শুরু হওয়ার ঠিক আগের দিন সকালেই ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা! এবার কি হবে তাহলে! তবে কি ব্যাঘাত ঘটবে পরীক্ষায়! দুশ্চিন্তায় গ্রাস করছে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদেরও। জানা গিয়েছে, শুক্রবার সকালে কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রথমে লক্ষ্য করেন স্কুলের একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওই ঘরেই সংরক্ষিত ছিল আসন্ন সেমিস্টার পরীক্ষার খাতা ও উত্তরপত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ দমকল বিভাগের একটি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই যদিও আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
কলেজ সূত্রে খবর, আগামীকাল থেকেই শুরু হওয়ার কথা ছিল সিক্স সেমিস্টারের লিখিত পরীক্ষা। কিন্তু তার আগেই এই আগুন লাগার ঘটনায় প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে পরীক্ষা। কলেজের অধ্যক্ষকে ঘটনাটি জানানো হয়েছে। তিনি কলেজে এসে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবেন। পরবর্তীতে পরীক্ষার বিষয়টি নিয়ে ইউনিভার্সিটির সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও কলেজের তরফ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে স্কুলের ওই ঘরে। এখন দেখার পরীক্ষা নিয়ে চূড়ান্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় কলেজের তরফে।