Dilip Ghosh Filed FIR Against Mamata Banerjee: মমতা বন্দোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের দিলীপ ঘোষের
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ মে: নারদা কাণ্ডে ৪ নেতা, মন্ত্রীকে গ্রেফতার নিয়ে সকাল থেকে উত্তাল রাজ্য রাজনীতি। নিজাম প্যালেস ও রাজভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের নেতা, কর্মীরা। নিজাম প্যালেসে নিরাপত্তার দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওপর। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, দিলীপবাবুর অভিযোগ, ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছিলেন মমতা। এমনকী, তৃণমূল সুপ্রিমোর ‘বহিরাগত’ মন্তব্যও সাধারণ বাঙালিদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। মেদিনীপুরের কোতোয়ালি থানায় এই অভিযোগ দায়ের করেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনখর, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে এই অভিযোগপত্র পাঠানো হয়। আরও পড়ুন, নারদায় নেতা-মন্ত্রীদের গ্রেফতারিতে উত্তাল রাজ্য রাজনীতি, তুমুল বিক্ষোভে তৃণমূল সমর্থকরা

এই অভিযোগপত্রে তিনি আরও লেখেন, "মহিলাদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। এধরণের একাধিক উসকানি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।"

এদিকে আজ সকাল থেকে উত্তাল রাজ্য রাজনীতি। নাটকীয় ভোটপর্ব মিটতেই, ভোট পরবর্তী হিংসা, তারপর রাজ্যপালের জেলা সফর। রাজ্য রাজনীতিতে একের পর এক নাটকীয় পরিস্থিতির মধ্যে এবার হাজির নারদ কাণ্ডে রাজ্যের নেতা-মন্ত্রীদের গ্রেফতারি। এর প্রতিবাদে লকডাউনের মাঝেই নিজাম প্যালেসের বাইরে জোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা (TMC Supporter)। তৃণমূল সমর্থকরা ইট বৃষ্টিও চালাচ্ছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে। গ্রেফতার হওয়ার চার নেতার ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখার্জি (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra)-দের গ্রেফতারির প্রতিবাদে সিবিআই অফিসের বাইরে বাঁধভাঙা প্রতিবাদে শাসক দলের কর্মীরা।