মঙ্গলবার সল্টলেকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আমন্ত্রণ জানান শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) । বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতের পরই দিল্লিতে ডাক পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তবে কী ফের দলে গুরুত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? রাজনৈতিক মহলে ইঙ্গিত তেমনই। তবে সব সময় বিতর্কের কেন্দ্র বিন্দুতে থাকা দিলীপ ঘোষকে নিয়ে ২১ জুলাইয়ের আগে যে উত্তেজনার পারদ চড়ছে তা বলাই যায়। তাঁর নানা বিতর্কিত মন্তব্য, বিয়ে, নববিবাহিতা বধূকে নিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরে মমতা ব্যানার্জির আতিথ্য গ্রহণ— এ সব নিয়ে বেশ কিছুদিন ধরে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন তিনি। নব নির্বাচিত রাজ্য সভাপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সল্ট লেকে দলের রাজ্য দফতরে দুজনের মধ্যে কথাও হয়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ মঙ্গলবার বলেন, 'যে কর্মসূচিতে আমার থাকার কথা, সেখানে আমাকে ডাকা হবে ৷ আমি এই রাজ্যের কোনও পদাধিকারী নই ৷ এই জন্য রাজ্যের সব মিটিংয়ে আমায় থাকতে হবে এরকম নয় ৷ ভোটের আগে বুথ তৈরির মতো সাংগঠনিক কাজ চলছে ৷'
সূত্রের খবর, রাতেই খবর আসে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। বিশেষ সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস নেতৃত্ব এর সঙ্গে বৈঠক করবেন প্রাক্তন আর এস এস কর্মী ও নেতা দিলীপ ঘোষ। উল্লেখ্য যে আগামী ১০ তারিখ দিল্লি যাচ্ছেন শমীক ভট্টাচার্যও। তবে কি রাজ্য বিজেপির সংগঠনের কোন গুরুদায়িত্ব পেতে চলেছেন দিলীপ? সময় উত্তর দেবে তাঁর। তবে শমীক-দিলীপের হাত ধরেই বঙ্গ বিজেপিতে চাঙ্গা হতে চলেছে আদি গোষ্ঠী তা বলাই যায়।