দীঘা, ২০ অগাস্ট: ''দীঘা (Digha) হবে গোয়ার (Goa) মতো গোটা বিশ্বের মানুষের ডেস্টিনেশেন। দীঘা কেবল পর্যটকদের ঠিকানা হয়ে থাকবে না। ঠিকানা হবে দেশ-বিদেশের নামিদামি সংস্থাগুলিরও। আসবে প্রচুর বিনিয়োগ।'' নিউ দীঘাতে আন্তর্জাতিক মানের কনভেনশান সেন্টার ও সি এম বিল্ডিংয়ের উদ্বোধন করে এমন কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee। নিউ দীঘাতে সরকারি উদ্যোগে তৈরি ঝাঁ চকচকে কনভেনশন সেন্টারের নাম রাখা হয়েছে, 'দীঘাশ্রী'(Dighashree)।
সেই দীঘাশ্রী-র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বললেন, ''গোয়াতে যেমন বিভিন্ন দেশি বিদেশি সংস্থা তাদের ব্যবসায়ীক সম্মেলনে আসেন, এখানেও তাই হবে।''দীঘার কনভেনশন সেন্টারে হতে পারে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সম্মেলন, বৈঠক। এমনটাই জানালেন মমতা ব্যানার্জি। সঙ্গে দীঘার পর্যটনের উন্নয়েনর জন্য থাকল একঝাঁক ঘোষণা। তার মধ্যে অন্যতম হল-পুরীর মতো জগন্নাথ মন্দির তৈরি করা। সিপ্লেন নামানোর পরিকল্পনা করা হচ্ছে। গত বছরের তুলনায় রাজ্যে ৩৪.০১ শতাংশ পর্যটক বেড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আরও পড়ুন-শ্রীসন্থের শাস্তি কমে সাত বছর, আগামী বছর অগাস্টেই উঠছে নির্বাসন
দীঘায় আধুনিক কনভেনশন সেন্টারের উদ্বোধন | Inauguration of state-of-the-art convention centre at Digha #2 https://t.co/hP7d9nh2VW
— Mamata Banerjee (@MamataOfficial) August 20, 2019
কী আছে এই কনভেনশন সেন্টারে। জানা গেল এক হাজার আসনের বাতানুকূল অডিটোরিয়ামের। পাশাপাশি নীচের এবং একতলায় দুটি আলাদা প্রদর্শনী হল,গাড়ি পার্কিং, ভিআইপি লাউঞ্জ থাকছে। কনভেনশন সেন্টারের সামনে থাকছে সুইমিং পুল,কনভেনশন সেন্টারে উন্নত মানের ফুড কর্ণার মাল্টি ফেসিলিটি রেস্তোরাঁ, ব্যাংকুয়েট হল। এদিন, সকালে দিঘার সমুদ্রটে একা একা হাঁটেন মুখ্যমন্ত্রী।
দীঘায় আধুনিক কনভেনশন সেন্টারের উদ্বোধন | Inauguration of state-of-the-art convention centre at Digha https://t.co/AEYpI0lN7G
— Mamata Banerjee (@MamataOfficial) August 20, 2019
দীঘায় এসে মুখ্যমন্ত্রীর আক্ষেপ করেন দার্জিলিঙ নিয়ে। পাহাড় নিয়ে মমতা ব্যানার্জি আক্ষেপ করে বলেন, ''দার্জিলিং নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু ওখানে শুধুই বিক্ষোভ, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও মানসিকতা। এইভাবে তো আর উন্নয়ন হয় না।''