কলকাতা, ২১ ডিসেম্বর: বিতর্ক, জল্পনা কম হয়নি। তবে ৭৩ নম্বর ওয়ার্ডে শেষ হাসি হেসেছেন তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee)। আর ভ্রাতৃবধূর জয় পর কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? সেকথা নিজের মুখেই জানালেন কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘‘জয়ের পরেই দিদির আর্শীবাদ নিয়েছি। তিনি বলেছেন, এগিয়ে যাও। আর কোনও অসুবিধা হলে আমরা পাশেই আছি।’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে কাজরী বন্দ্যোপাধ্যায়ের জয়টা সময়ের অপেক্ষা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মার্জিনই বলে দিচ্ছিল ব্যবধান যথেষ্ট বড়ই হতে চলেছে। অবশেষ সব রাউন্ডের গণনা শেষে কাজরী বন্দ্যোপাধ্যায় জয়ী হন ৬,৪৯৩ ভোটে।অন্যদিকে, এবার তৃণমূলের হয়ে প্রথমবার ভোটে লড়েই জয়ী হলেন প্রয়াত বাম মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী৷ আরও পড়ুন: ভোটে জিতেই রত্না চট্টোপাধ্যায়কে তোপ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷ এ ছাড়া আরও পাঁচটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা৷ ১১৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অমিত সিং৷ ১১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূল প্রার্থী কাকলি বাগ৷ ১১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তারক সিং (KMC Election Results 2021)৷ জয়ের পর ক্ষিতি কন্যা দাবি করেছেন, বাম ভোটের একটা বড় অংশও তিনি পেয়েছেন৷ প্রায় সাড়ে চার হাজার ভোটে জয়ী হয়েছেন ক্ষিতি কন্যা৷ তাঁর দাবি, ক্ষিতি গোস্বামী রাজনৈতিক রং না দেখেই মানুষকে পরিষেবা দিতেন৷ ফলে বাম সমর্থকদের ভোটও পেয়েছেন তিনি৷ বসুন্ধরা জানিয়েছেন, মানুষের পাশে থাকাই হবে তাঁর প্রাথমিক লক্ষ্য৷