মোদীকে আক্রমণ মমতার

কলকাতা, ১ এপ্রিল: দ্বিতীয় দফা ভোট শেষ হতেই বিজেপির তরফে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয় নন্দীগ্রামে হারতে চলেছেন দিদি। সেজন্য় দিদি নিরাপদ আরও একটি নির্বাচনী কেন্দ্র খুঁজছেন। নরেন্দ্র মোদির এহেন মন্তব্যের পরেই তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা টুইট করে জানানো হয়, নন্দীগ্রামে দিদিই জিতছেন। মোদি বরং সামলে চলুন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে নাহলে বারাণসীতে কুপোকাত হতে পারেন তিনি। বৃহস্পতিবার রাতে তৃণমূলের টুইট, “পশ্চিমবঙ্গে মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হওয়ার আগেই, বাংলার মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা থেকে এবার ক্ষান্ত দিন। নইলে আপনার মিথ্যে দেখে ফেলবে বাংলার মানুষ। আপনি বরং ২০২৪-এর জন্য একটা নিরাপদ আসন বেছে রাখুন। কারণ বারাণসীতে (Varanasi) আপনাকে চ্যালেঞ্জ করা হবে।”  আরও পড়ুন-WB Assembly Elections2021: নন্দীগ্রামে ভাল কাজ করেছে রাজ্যের পুলিশ, বললেন বিবেক দুবে

গতকাল রাজ্যে যখন দ্বিতীয় দফার নির্বাচন চলছে সেই সময় ভোট প্রচারে জয়নগর ও উলুবেরিয়াতে আসেন নরেন্দ্র মোদি। উলুবেরিয়ার সভা থেকে তিনি মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, “নন্দীগ্রাম হারের ইঙ্গিত দিচ্ছে। শেষ দফার মনোনয়ন দাখিল এখনও বাকি। অন্য কোনও আসন থেকেও মনোনয়ন পত্র দাখিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন জল্পনা রয়েছে। আপনিই বলুন দিদি, এই জল্পনা সত্যি কিনা।” মোদি বনাম দিদির এই টুইট নিয়ে এখন তোলপাড় নেটদুনিয়া। চলছে একের পর এক কমেন্ট ও তুমুল শেয়ার।