Burning, Representational Image (Photo Credit: Pixabay)

বুধবার সকালে বাঘাযতীনে (Baghajatin) এক বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে ক্রমশ জট বাধছে রহস্যের। ঘটনার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও প্রৌঢ়ার ছেলে অভিজিৎ মৈত্রর সঙ্গেও কোনওরকমভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তারপর থেকেই খুনের তত্ত্ব সামনে আসছে। তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান টাকার জন্যই ছেলে হাতে খুন হয়েছেন বৃদ্ধা মালবিকা মৈত্র। কিন্তু সেই গুণধর ছেলে কোথায়, তার খোঁজেই এখন তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই তাঁর নম্বর নট রিচেবল আসছে।

টাকা হাতানোর জন্যই কি মাকে খুন করল ছেলে?

ঘটনার তদন্তে পাটুলি থানার পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের আধিকারিকরাও তদন্তে নেমেছে। তারপরেই তাঁদের হাতে এসেছে বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। সেখানে দেখা গেছে তাঁর কাছে রয়েছে লক্ষাধিক টাকা। পুলিশসূত্রে খবর, ওই মহিলা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ছিলেন। ফলে অবসরের সময় লক্ষাধিক টাকা তিনি পেয়েছিলেন। সেই টাকা হাতানোই প্রধান উদ্দেশ্য ছিল অভিজিতের। এমনকী মাঝে তাঁর সই জাল করেও টাকা হাতানোর চেষ্টা করেছিলেন।

মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ

এদিকে মহিলার সম্প্রতি পায়ে অস্ত্রপোচার হয়েছিল। সেই কারণে তিনি শয্যাশায়ীই ছিলেন। প্রতিদিনই অফিসে যাওয়ার সময় বাড়ির সদর দরজা সামনে থেকে তালা দিয়ে বেরোতেন। বুধবারও সাড়ে আটটা নাগাদ তাই হয়। সেই কারণেই প্রতিবেশীরা সন্দেহ করেননি। তবে তদন্তকারীদের প্রশ্ন ছেলে সাড়ে আটটায় বেরিয়ে যাওয়ার পর প্রতিবেশীরা ঘর থেকে সাড়ে বারোটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখতে পেল কী করে? এবং বৃদ্ধার দেহ যে খাট থেকে উদ্ধার হয়েছে সেখানেই বা আগুন লাগল কী করে?