বাবা ভূতনাথ মন্দির (ছবিঃANI)

কলকাতাঃ আজ, ২৬ ফেব্রুয়ারি, মহা শিবরাত্রি। আর এই মহা শিবরাত্রি তিথিতে কলকাতার বাবা ভূতনাথ মন্দিরে ভক্তদের ঢল। বুধবার সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন মানুষজন। আজ সকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। পুজোর শুভ সময় শুরু হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ মিনিটে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা ৫৪ মিনিটে।

শিবরাত্রিতে উত্তর কলকাতার ভূতনাথ মন্দিরে ভক্তদের ভিড়

 

এই মহা তিথিতে বাবা ভোলানাথের দর্শন এবং পুজো দেওয়ার জন্যই ভূতনাথ মন্দিরে এসে হাজির হয়েছেন ভক্তরা। বেলা ১১টা ৮ মিনিট থেকে শুরু হবে পুজো। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, শাস্ত্র মতে, মহা শিবরাত্রি তিথিতে , মহাদেবের আরাধনা করলে পাপমোচন হয়, জীবনে সুখ-শান্তি আসে এবং সকল বাধাবিপত্তি দূর হয়। বিবাহিত মহিলারা পরিবারের কল্যাণের জন্য এই ব্রত করে থাকেন। আর লোকমুখে প্রচলিত রয়েছে, অবিবাহিত মহিলারা যোগ্য জীবনসঙ্গীর কামনায় মহা শিবরাত্রি পালন করে থাকেন।

শিবরাত্রিতে কলকাতার ভূতনাথ মন্দিরে বিপুল ভক্ত সমাগম, দেখুন ভিডিয়ো