ভারী বৃষ্টি কলকাতায়| (Photo Credits: PTI)

কলকাতা, ২ জুলাই, ২০১৯:  আজও কলকাতা (Kolkata) সহ পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে চলবে ভারী বর্ষণ(Heavy Rain)। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই মতই সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এ দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

এমনিতেই অনেকটা সময় পরে এই রাজ্যে পা রেখেছে মৌসুমী বায়ু। কিন্তু এই বছর দুর্বল মৌসুমী বায়ুর প্রভাব বর্ষার দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রায় নেই বলেই চলে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে আষাঢ় মাসে বর্ষার বৃষ্টি বাড়াবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু এই নিম্নচাপটিও সরে যাচ্ছে ওড়িশা দিকে।আরও পড়ুন, প্রবল বর্ষণে মুম্বই বিমান বন্দরে দুর্ঘটনা, ঘুরিয়ে দেওয়া হল ৫৪টি বিমান

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, “নিম্নচাপের প্রভাবে ওড়িশার দিকে বৃষ্টি বেশি হবে। এ রাজ্যে বৃষ্টি কমবে। তবে বর্ষার বৃষ্টি চলবে শহরে।