Enamul Haque

নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: এনামুল হককে (Enamul Haque) সাতদিনের ইডি হেফাজতে পাঠাল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুলকে আজ সকালেই গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। তৃণমূল কংগ্রেসের নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রও এই ঘটনায় জড়িত। ২০২১ সালের মার্চ মাসে ইডি বিকাশকে গ্রেফতার করেছিল এবং বিনয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। তদন্তকারী সংস্থার অভিযোগ, এরা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে হকের কাছ থেকে টাকা নিয়েছে।

২০২০ সালের নভেম্বরে এনামুলকে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। তার বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ গবাদি পশু চোরাচালান ব্যবসা চালানোর অভিযোগ আছে। চোরাচালান করতে সে বিএসএফ কর্তাদের ঘুষ দিত বলেও অভিযোগ রয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh: আজ রাত থেকেই নাইট কার্ফু উঠছে উত্তরপ্রদেশে, কোভিডে কঠোরতাহীন জীবনে ফিরছে যোগী রাজ্য

ANI-র টুইট: 

সিবিআই-র এফআইআর-র ভিত্তিতে ইডি মামলা রুজু করে। ইতিমধ্যেই এনামুলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।