লখনউ, ১৯ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) উঠে যাচ্ছে করোনা (Corona) সংক্রমণ রুখতে জারি হওয়া নাইট কার্ফু (Night Curfew)। আজ, শনিবার রাত থেকেই নয়ডা, গাজিয়াবাদ সহ ইউপি-তে আর কোনওরকম নৈশ নিয়ন্ত্রণ রাখা হচ্ছে না বলে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলছিল এই নাইট কার্ফু। গত বছর ডিসেম্বরে রাজ্যে ওমিক্রনের দাপট বাড়ার কারণে রাজ্যজুড়ে নাইট কার্ফু জারি করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। এর আগে ১৩ ফেব্রুয়ারি, রাজ্যের নাইট কার্ফুর মেয়াদ এক ঘণ্টা কমানো হয়েছিল। এবার একেবারে সরাসরি তুলে নেওয়া হল নাইট কার্ফু। গতকাল, শুক্রবার ওডিশায় উঠে যায় নাইট কার্ফু।
করোনার গ্রাফ একেবারে নিম্নমুখির হওয়ার পরেই তুলে নেওয়া হল নাইট কার্ফু। আগেই রাজ্যে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। ৫০ শতাংশ আসন ভরা যাবের শর্তে খুলেছে সিনেমা হল, জিমও। উত্তরপ্রদেশে এখন বিধানসভা নির্বাচন চলছে। নির্বাচনী প্রচারে শুরুতে জনসভা, পথসভায় নিষেধাজ্ঞা থাকলেও, ক দিন আগে বেশ কিছু নিয়ন্ত্রণ অবশ্য তুলে নিয়েছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮,৮৬৩ জন। আরও পড়ুন: ১০০টি কিষাণ ড্রোনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শুরুতে ওমিক্রন ইউপিতে দাপট দেখালেও, মহারাষ্ট্র-দিল্লির মত সংক্রমণের সংখ্যায় ইউপিতে দাপট দেখাতে পারেনি। যদিও করোনার দ্বিতীয় ঢেউতে একেবারে বেসামাল হয়ে পড়েছিল উত্তরপ্রদেশ। প্রথম ঢেউয়ের পর রাশ অনেকটা হাল্কা করেই রাজ্যের কাছে বিপদ ডেকে এনেছিল প্রশাসনের সিদ্ধান্ত।