বাংলার গর্ব মমতা কর্মসূচি (Picture Credits: Twitter)

কলকাতা, ২ মার্চ: আগামী একুশকে পাখির চোখ করে 'দিদিকে বলো' র পর আরেকটি নতুন কর্মসূচি 'বাংলার গর্ব মমতা' (Banglar Garbo Mamata) কর্মসূচির আয়োজন করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium)। তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। সভার শুরুতে দিল্লিতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন তিনি। এরপর সেখানই দলের নেতা, কর্মীদের প্রস্তাবনা পাঠ করিয়ে একাধিক বার্তা দিয়েছেন। পাশাপাশি গতকাল অমিত শাহ-র সফর নিয়ে তীব্র আক্রমণ করেছেন। একাধিক প্রশ্ন তুলেছেন দিল্লির হিংসার বিরুদ্ধে।

নেতাজি ইন্ডোর থেকে তিনি বলেন, 'পরিকল্পনা করে গণহত্যা করা হয়েছে দিল্লিতে। সাতশো লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নালা থেকে দেহ বেরোচ্ছে। পুলিশ, সেনা, আধা সেনা থাকা সত্বেও এত হিংসা কেন হল? কে গদ্দার মানুষ তা ঠিক করবে। আমার রাজ্যে গোলি মারো স্লোগান ওঠা মাত্রই একরাতে গ্রেফতার করিয়ে দিয়েছি। প্রতিদিন নালা খুলছে আর একটা করে মৃত গেহ বেরোচ্ছে কেন হচ্ছে এমন, জবাব দিতে হবে ওদের? দিল্লির মানুষ প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছেন। নেতাদের বলছি, ফিরে গিয়েই তহবিল তৈরি করুন, আমরা সাহায্য করব, যাঁরা ঘরবাড়ি হারিয়েছেন তাদের পাশে দাঁড়াব। যাঁরা প্রাণের ভয়ে পালিয়েছেন তাঁরা মনে করলে আসুন। আমাদের দরজা খোলা আছে। আমরা আশ্রয় দেব। এই বাংলা মায়ের আঁচল। চোখের জল মুছে দেয়। প্রতিবাদের ক্ষেত্রে বাংলা কখনও পিছু হটেনি। চিরকাল বাংলা ভারতকে পথ দেখিয়েছে। যখনই দেশে সঙ্কট এসেছে বাংলা দেশের হাল ধরেছে। এই অস্থির সময়ে আমাদের আরও নম্র আরও বিনয়ী হতে হবে।" আরও পড়ুন, সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের চোখে কালো কাপড় বেঁধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মৌন-প্রতিবাদ

তিনি আরও বলেন, মাধ্যমিক পরীক্ষা শেষ, এবার আগামী বুধবার থেকে বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করবে তৃণমূল সমর্থকরা। এক ঘণ্টা করে মিছিল হবে সমস্ত ব্লকে। এই ধিক্কার মিছিলের নাম হবে 'ছিঃ ছিঃ'। গজু ভাই আপনি বাংলার লোক? আপনি কি গজা খেয়ে বাংলা চালাবেন। কাশ্মীর দখল করলেন আর আমার ছেলেমেয়েগুলোর রক্তমাখা মৃতদেহ এল।

গতকাল কলকাতায় অমিত শাহ-র তৃণমূলের ওপর রাজনৈতিক আক্রমণের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রী বিজেপিকে দিন যে যে জবাব দিয়েছেন তা তাৎপর্য বলে মনে করছেন অনেকেই।