Cyclone (Photo Credit: File Photo)

কলকাতা, ৮ মে: আজই তীব্র ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) পরিণত হতে পারে ‘অশনি’ (Asani)। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটির আগামী ২৪ ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ মে মঙ্গলবার উত্তর অন্ধ্রপ্রদেশ (North Andhra Pradesh )এবং ওড়িশা (Odisha) উপকূলে অশনি-র পৌঁছনোর খুব সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার উপকূলে পৌঁছনোর পর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে গতিপথ পরিবর্তন করতে পারে ঘূর্ণিঝড় অশনি। তাই এর শক্তিক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলায় সরাসরি অশনির প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা-সহ বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার বইবে ঝোড়ো হাওয়া। আরও পড়ুন: Khalistan Flags At The Gate Of Himachal Assembly: হিমাচলপ্রদেশ বিধানসভার প্রধান গেট ও পাঁচিলে খালিস্তানি পতাকা!

কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।