পূর্বাভাস অনুযায়ী ২৬ মে রাতেই ল্যান্ডফল হল ঘূর্ণিঝড় রেমালের। হাওয়া অফিসের সূত্র বলছে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে মংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১৩৫ কিলোমিটার।ঘূর্ণিঝড়ের দাপট কমলেও আগামী বুধবার পর্যন্ত গোটা বাংলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে মেয়রের আশ্বাস স্বত্তেও শহরে জমেছে জল। ময়দান সংলগ্ন রেসকোর্স চত্বরে দেখা গেছে জমা জলের ছবি। তবে আশা করা হচ্ছে খুব শিগগিরি বদলাবে এই জলচিত্র। দেখুন সেই ছবি-
#WATCH | Waterlogging witnessed in parts of West Bengal's Kolkata following heavy rain.
Visuals from Race Course Area pic.twitter.com/sfoDPVczPj
— ANI (@ANI) May 27, 2024
ঘূর্ণিঝড় 'রেমাল' স্থলভাগে আছড়ে পড়ায় গত রাতে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যায়। তারফলে শুধু জমা জল নয় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ছবিও সামনে এসেছে। আলিপুর এলাকায় উপড়ে পড়েছে বেশ কিছু গাছ।
#WATCH | West Bengal: Several trees uprooted in Alipore area
Heavy rain and gusty winds lashed several parts of West Bengal last night as Cyclone 'Remal' made landfall. pic.twitter.com/fHidy5xQzn
— ANI (@ANI) May 27, 2024
#WATCH | Waterlogging witnessed in parts of West Bengal's Kolkata following heavy rain.
Visuals from Bowbazar area#CycloneRemal pic.twitter.com/eW0XpVGjwW
— ANI (@ANI) May 27, 2024