কলকাতাঃ আবহাওয়া দফতর যা জানিয়েছিল ঠিক তাই হল। আশঙ্কাই সত্যি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাত ১২ টার মধ্যে শেষ হয়েছে ঘূর্ণিঝড় 'রেমাল'(Remal) -এর ল্যান্ডফল (Landfall)পক্রিয়া। হাওয়া অফিস জানিয়েছিল ঠিক রাত ১০ টার পর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ছুঁয়ে আছড়ে পড়তে শুরু করবে রেমাল। ৪ ঘণ্টা ধরে তাণ্ডব লীলা চালাবে সে। তাই হয়েছে। জানা গিয়েছে রাত ১২ টার পর শেষ হয়েছে রেমাল-এর ল্যান্ডফল পক্রিয়া। ক্রমে শক্তি হারাচ্ছে রেমাল। এ বার গতিপথ পরিবর্তন করবে সে।
⚠️LATEST UPDATE ON TROPICAL STORM #REMAL🌀
Remal makes landfall over coastal areas. Several warnings for a tropical cyclone, heavy rainfall, or high waves are in effect. The storm will most affect West Bengal🇮🇳 and Bangladesh🇧🇩.
Source of satellite data: @eumetsat, lighting… pic.twitter.com/DEqFNaIfNx
— Windy.com (@Windycom) May 26, 2024
গতকাল রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে বারোটার মধ্যে ল্যান্ডফল হয় এই ঘূর্ণিঝড় রেমালের। । বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে মোংলা বন্দরের ল্যান্ডফল করে রেমাল। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১৩৫ কিলোমিটার। যার জেরে কলকাতা ও তার সংলগ্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে চলে ভারী বৃষ্টিপাত। ল্যান্ডফলের সময় ক্যানিং-এ এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিমি। দমদমে ছিল ঘণ্টায় ৯১ কিমি। ল্যান্ডফলের পর কিছুটা উত্তরদিকে এগোলেও, পরে গতিপথ পরিবর্তন করবে রেমাল। এখন তার গতিপথ হবে উত্তর পূর্ব দিক। অতি গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে সে। আজ দিনভর বঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে লাল সতর্কতা। তবে আজ কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গ।