কলকাতাঃ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল। (Remal)' ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করেছে এই ঘূর্ণিঝড় (Cyclone)। রবিবার রাতেই ল্যান্ডফল। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার মধ্যরাতের মধ্যে প্রবল শক্তি বাড়িয়ে সাগরদ্বীপ এবং ওপার বাংলার খেপুপাড়ার মাঝামাঝি জায়গায় আছড়ে পড়বে 'রেমাল৷' ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। আর এই কারণে আজ, রবিবার কলকাতা বিমান বন্দর থেকে বাতিল ৩৯৪ টি বিমান। বিপাকে যাত্রীরা।
দেখুন কলকাতা বিমানবন্দরের ভিডিয়ো
VIDEO | Cyclone Remal Alert: Kolkata airport to shut flight operations.
A total of 394 flights, arrival and departure, in both international and domestic sectors would not operate to and from the airport during the flight suspension period.
(Full video available on PTI Videos-… pic.twitter.com/C9ylyyBkOS
— Press Trust of India (@PTI_News) May 26, 2024
রবিবার দুপুর ১২ টা থেকে সোমবার ৯ টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টভি জানিয়েছেন, দুর্যোগের আশঙ্কা করেই অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে এক গুচ্ছ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। শিয়ালদহ দক্ষিণ বিভাগ, বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। দিঘা, পুরীগামী অনেক ট্রেন বাতিলের ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হাওড়া কলকাতার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হচ্ছে। হাওড়ায় বেঁধে রাখা হচ্ছে লঞ্চ।