কলকাতাঃ রাতভর তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় রেমাল (Remal)। ঘূর্ণিঝড়ের (Cyclone) দাপটে কাল থেকে গৃহবন্দী মানুষ। বিপর্যস্ত জনজীবন। কাল রাত সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে এর ল্যান্ডফল পক্রিয়া শেষ হয়। বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে মোংলা বন্দরের ল্যান্ডফল করে রেমাল। আর এর জেরে বঙ্গের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও ভেঙ্গে পড়েছে বাড়ি, কোথাও আবার রাস্তার উপর বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিপত্তি। সুন্দরবনের গোসাবা এলাকায় ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছেন একজন। দীঘা উপকূলের একটি রিসোর্টে আছড়ে পড়েছে ঢেউ। ভেঙে গিয়েছে ওই রিসোর্টের একটি দেওয়াল। কলকাতার বিবিরবাগান এলাকায় প্রবল বৃষ্টিতে একটি বাড়ির দেওয়াল ধসে গিয়েছে। আহত হয়েছেন একজন। ঝড়ের মধ্যে ছেলেকে বাইরে থেকে আনতে গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার এন্টালি এলাকার বাসিন্দা মহম্মদ সাজিবের।
Cyclone Remal makes landfall between the coasts of Bangladesh and adjoining West Bengal with winds gusting up to 135 Kilometres per hour. pic.twitter.com/HeQx4Q4l7y
— News Bulletin (@newsbulletin05) May 27, 2024
অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ঘরের খরের চাল উড়ে গিয়েছে। গাছ উপড়ে গিয়ে ভেঙেছে বাড়িঘর। কলকাতা সংলগ্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুর সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় এক হাঁটু জল। দমকা হাওয়ায় আলিপুর রোডে ভেঙে পড়েছে বট গাছ। নামখানা স্টেশনের কাছে গাছ ভেঙে ব্যহত ট্রেন চলাচল। এ ছাড়া রেমালের দাপটে মেট্রো ট্র্যাকে জমেছে জল। যার কারণে ব্যহত মেট্রো পরিষেবা। অন্যদিকে রাতভর বৃষ্টিতে প্লাবিত ফ্রেজারগঞ্জ।