শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্নিঝড়ে বদলে গেছে রেমাল। এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর আই এম ডি। আজ ভোর ৫.৩০টা নাগাদ উপকূলীয় বাংলাদেশ এবং তৎসংলগ্ন উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর ঘনীভূত প্রবল ঘূর্ণিঝড় রেমাল ক্যানিং থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মংলার ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ল্যান্ডফলের পর প্রাথমিকভাবে কিছুটা উত্তর দিকে এগোলেও, তারপর উত্তর-পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার সকালেও ঘূর্ণিঝড় হিসেবে থাকলেও তারপর অতি গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Severe Cyclonic Storm Remal over Coastal Bangladesh and adjoining Coastal West Bengal weakened into Cyclonic Storm at 0530hrs of the 27 May about 70km northeast of Canning and 30km westsouthwest of Mongla. The system is likely to gradually weaken further: IMD pic.twitter.com/4IYjwZyzLF
— ANI (@ANI) May 27, 2024
তবে হাওয়ার দাপট কমলেও সকাল থেকে আকাশ কালো করে আছে কলকাতা সহ বঙ্গের শহরতলিতে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জল জমেছে একাধিক স্থানে। শুধু দুই ২৪ পরগণা নয় বৃষ্টির প্রভাব দেখা গেছে নদীয়া , হাওড়া জেলাতেও।
কলকাতা সহ পশ্চিমবঙ্গের শহরতলিতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়ও ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীয়া ও হাওড়া জেলায় বৃষ্টি হয়েছে pic.twitter.com/qz3GhwgZbT
— Akashvani Kolkata (@airnews_kolkata) May 27, 2024