Remal Morning Update Photo Credit: Twitter@ANI

শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্নিঝড়ে বদলে গেছে রেমাল। এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর আই এম ডি। আজ ভোর ৫.৩০টা নাগাদ  উপকূলীয় বাংলাদেশ এবং তৎসংলগ্ন উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর ঘনীভূত প্রবল ঘূর্ণিঝড় রেমাল  ক্যানিং থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মংলার ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ল্যান্ডফলের পর প্রাথমিকভাবে কিছুটা উত্তর দিকে এগোলেও, তারপর উত্তর-পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার সকালেও ঘূর্ণিঝড় হিসেবে থাকলেও তারপর অতি গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 তবে হাওয়ার দাপট কমলেও সকাল থেকে আকাশ কালো করে আছে কলকাতা সহ বঙ্গের শহরতলিতে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জল জমেছে একাধিক স্থানে। শুধু দুই ২৪ পরগণা নয় বৃষ্টির প্রভাব দেখা গেছে নদীয়া , হাওড়া জেলাতেও।