কলকাতা, ৫মে: মোচা ধেয়ে আসছে আগামী সপ্তাহে? আগামী ৮ মে মোচা আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। ৮ মে যে কোনও সময়ে মোচা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। ওড়িশার পাশাপাশি বাংলার মোচার প্রভাব কতটা পড়বে, তা নিয়ে তৈরি হচ্ছে নয়া আশঙ্কা। মোচা আছড়ে পড়ার আগে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও, উত্তরে থাকবে স্বস্তি। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে না বলেইমনে করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড় মোতচার আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও, তার প্রবাব কোথায়, কীভাবে পড়বে, সে বিষয়ে মৌসম ভবনের করফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়য়নি।
#WATCH | Eastern coast states brace for #CycloneMocha, likely to hit around May 8@Indiametdept pic.twitter.com/QJJWwL1fla
— DD News (@DDNewslive) May 4, 2023
এদিকে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে ৭ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ওই একই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপটি বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সময় একটি ঘূর্ণিঝড়ে তৈরির সম্ভাবনা রয়েছে।