নয়াদিল্লিঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের(CV Ananda Bose) বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে (Supreme Court) গেলেন অস্থায়ী কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে আগেই শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। তবে ন্যায় বিচার না পেয়ে শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের অস্থায়ী কর্মচারী। জানা যাচ্ছে, শীর্ষ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছেন তিনি। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন রাজভবনের এই অস্থায়ী কর্মী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। কিন্তু রাজ্যপাল বাংলার সাংবিধানিক প্রধান হওয়ায় সংবিধানের কিছু আইনি রক্ষাকবচ পান তিনি। রক্ষাকবচের জন্য, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যায়নি। তাঁর বিরুদ্ধে অভাব্য আচরণের অভিযোগ উঠতেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এনে সত্যের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছিলেন রাজ্যপাল। এরপর থেকেই চরমে পৌঁছয় রাজ্য-রাজ্যপাল সংঘাত। এই ঘটনায় রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করেছিল কলকাতা পুলিশ। অভিযোগকারিণীকে অভিযোগ দায়ের না করার প্ররোচনা দেওয়ার অভিযোগে এই তিন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অবশেষে ন্যায় বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেলেন অভিযোগকারিণী।
🚨BIG BREAKING 🚨#WestBengal Raj Bhavan employee approaches Supreme Court alleging sexual harassment by the West Bengal #Governor CV Ananda Bose challenging the "blanket immunity" from criminal prosecution granted to Governors under Article 361 of the Constitution.
Appointment… pic.twitter.com/6I2rG8iQOW
— Sovik Das (@SovikDas10) July 3, 2024