Governor C. V. Ananda Bose and CM Mamata Banerjee. (Photo Credits: X)

মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রশাসনের বৈঠকের গতিমুখ কোন দিকে যায় সেই দিকে নজর রাজ্যবাসীর। এর আগে চারবার বৈঠক শেষ মুহূর্তে এসে ভেস্তে গিয়েছিল। তবে সোমবার রাজ্য সরকারের তরফে পঞ্চম এবং শেষবার বৈঠকের জন্যে জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানানো হয়। বৈঠকের সময় বিকেল ৫টা দেওয়া হলেও চিকিৎসকদের বাস ৬টা ১৫ মিনিট নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছয়। চিকিৎসকদের প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন দুজন স্টেনোগ্রাফার। বৈঠকের সরাসরি সম্প্রচার কিংবা ভিডিয়ো রেকর্ডিং কোনটির অনুমতিই দেওয়া হয়নি সরকারের তরফে। তাই বৈঠকের কার্যবিবরণী বা মিনিটস লিপিবদ্ধ করার জন্যে দুজন স্টেনো নিয়ে বৈঠকে পৌঁছেছে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদল।

এসবের মাঝেই মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College And Hospital) মাফিয়া চক্র, মেডিক্যাল পরীক্ষায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্যে এবার সিবিআই (CBI) তদন্ত চেয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল।

আরজি করের ঘটনা প্রকাশ্যে পর থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে নানা অভিযোাগ উঠে আসতে শুরু করে। হাসপাতালে দুর্নীতি, মাফিয়া চক্র, থ্রেট কালচার, পরীক্ষায় দুর্নীতি, মার্কশিট নয়ছয় প্রমুখ অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তার পরিপ্রেক্ষিতেই এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্তভার সিবিআই-কে দিয়ে চেয়ে সোমবার মুখ্যসচিবকে চিঠি লেখে