কলকাতা, ২৭ নভেম্বর: করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। কলকাতার প্রাক্তন মেয়র বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল সেই রিপোর্ট পজিটিভ আসে। গত কয়েক দিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন, সুরক্ষার কথা ভেবে তাঁদের প্রত্যেককে করোনা টেস্ট করিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন: Mamata Banerjee's Announcement On Swastha Sathi Scheme: বেসরকারি হাসপাতালে চিকিৎসায় পরিবারপিছু মিলবে ৫ লক্ষ টাকার বিমা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিকে গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৫২জনের। নতুন করে সংক্রমিত ৩ হাজার ৫০৭জন। দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৪৯৮। এখনও পর্যন্ত মোট মৃত ৮ হাজার ২২৪।