আগামী বছরের শুরুতেই বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে হাতে খুব বেশি সময় নেই কমিশনের হাতে। চলতি বছর থেকেই এসআইআরের (SIR) কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে ভোট সংক্রান্ত প্রস্তুতিও চলছে। যদিও এবারের নির্বাচনে এসআইআর একটি বড় ইস্যু হতে চলেছে, সেটা আগে থেকেই আন্দাজ করা গেছে। একমাত্র বিজেপি ছাড়া রাজ্যের কোনও বিরোধী দল, এমনকী শাসক দল তৃণমূলও এর সমর্থন করছে না। তৃমমূল সহ সিপিএম ও কংগ্রেস শিবিরের দাবি, সারা বছর থাকতে কেন ভোটের আগেই এই ভোটার তালিকা সংশোধনীর কাজ করছে নির্বাচন কমিশন?
নির্বাচন কমিশন নিয়ে কী বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?
এই একই সুর দেখা গেল সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharyya) গলায়। তিনি বলেন, “ইসিআই-এর নির্বাচনে মূল প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ। মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। যার ফলে কমিশনের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। যে রাজ্যেই এসআইআর হচ্ছে, সেখানেই কয়েকদিন পরে নির্বাচন। এগুনি বছরের অনান্য সময়েও করা যেত। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কমিশনের কাজ নিয়ে আগেই অনেক প্রশ্ন তুলেছিলেন। কমিশন সেই নিয়ে কিন্তু কোনও যোগ্য জবাব এখনও দিতে পারেনি”।
তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত বিজেপির, দাবি সিপিএম নেতার
বিকাশরঞ্জন আরও বলেন, “এই এসআইআর ইস্যু নিয়ে যখন বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদে ব্যস্ত, তখন অনুপ্রবেশ নিয়ে পাল্টা প্রতিবাদ করছে বিজেপি। আর বিজেপির হাতে এই অস্ত্র তুলে দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সেকথা স্পষ্ট। কারণ অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তৃণমূলের এখনও কোনও অবস্থান নেই। আর সেই সুযোগে সাম্প্রদায়িক মেরুকরণ করে রাজনীতি করছে বিজেপি”।