Coronavirus Spreads (Photo Credit: File Photo)

কলকাতা, ১২ জানুয়ারি:  রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal)  করোনায় আক্রান্ত হন ২২,১৫৫ জন। যার জেরে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেস ১,১৬, ২৫১। মৃত্যু হয়েছে ২ জনের। এদিকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হন নীতি আয়োগের ডক্টর ভি কে পাল।

নীতি আয়োগের ভি কে পাল বলেন, কোভিড (COVID 19) হলে কী ধরনের ওষুধ ব্যবহার করা হবে, সে বিষয়ে একটি গাইডলাইন মারফৎ চিকিৎসক এবং হাসপাতালগুলিকে (Hospital)  চলতে হবে। করোনা নিরাময় করতে ওষুধের যথেচ্ছ ব্যবহার রোধ করতে হবে। রোগ সারাতে কোনওভাবেই বেশি ওষুধ ব্যবহার করা যাবে না বলে জানান ভি কে পাল। সেই সঙ্গে ঘরোয়া টোটকা হিসেবে গরম জল খান এবং গার্গেল করুন বলেও জানান ভি কে পাল।

আরও পড়ুন:  Omicron: করোনা রুখতে ওষুধের যথেচ্ছ ব্যবহার নয়, মাস্ক পরুন, টিকা নিন, আর্জি কেন্দ্রের

ওমিক্রনকে কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে প্রত্যেককে সদর্থক ভূমিকা নিতে হবে বলে জানান নীতি আয়োগের ওই বিশেষজ্ঞ। সেই সঙ্গে করোনা (Corona) রোধ করতে প্রত্যেকে মাস্ক পরুন এবং টিকা (Corona Vaccine) নিন আবেদন জানান নীতি আয়োগের ওই বিশেষজ্ঞ।  কোভিডের হাত থেকে রক্ষা পেতে টিকাই একমাত্র উপায় বলে মন্তব্য করেন ভি কে পাল।