রাজ্যে বাড়ল কার্যত বিধিনিষেধ

কলকাতা, ১৪ জুন: রাজ্যে আগামী ১ জুলাই পর্যন্ত 'কার্যত বিধিনিষেধ'-র নিয়ম লাগু হল। আজ সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আরও ১৫ দিন বিধিনিষেধ (COVID Restrictions) বাড়ানোর ঘোষণা করেন। রাজ্যে বাস (Bus), মেট্রো, লোকাল ট্রেন (Local Trains) বন্ধই রাখা হয়েছে। তবে রাজ্যের আর্থিক দিকের কথা মাথায় রেখে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। শপিং মল, রেস্তোরাঁ ও বেসরকারী অফিস খোলার অনুমতি মিলেছে। আর যে যে ক্ষেত্রে ছাড় মিলল-

  • সরকারি অফিস ২৫% কর্মীদের নিয়ে চলবে। সরকারি কর্মীদের অফিসে আনার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা সিদ্ধান্ত নেবেন অফিসের বড়বাবু।
  • বেসরকারি অফিস ১০টা থেকে ৪ টে পর্যন্ত খোলা। ২৫% কর্মী নিয়ে কাজ করা যাবে।
  • মেট্রো, লোকাল ট্রেন, বাস বন্ধই থাকবে। অটো, ট্যাক্সি চলবে জরুরি ভিত্তিতে। আরও পড়ুন, দশ বছর আগে পাশ হওয়া সিঙ্গুর বিল নিয়ে মমতার আবেগী টুইট
  • কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করতে হবে অফিসকে। ই-পাসের ব্যবস্থাও থাকবে।
  • মর্নিং ওয়াকের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা রাখা হবে। তবে টিকা নেওয়া থাকলে তবেই মর্নিং ওয়াকে বেরনোর অনুমতি পাওয়া যাবে। টিকার দুটি ডোজ দেওয়া থাকলেই পার্কে ঢোকা যাবে।
  • বাজার খোলা সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত।
  • রেস্তরাঁ-বার, শপিং মল, হোটেল বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা।
  • শপিং মল বেলা ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা। মলেও ২৫% কর্মী নিয়ে কাজ করানো হবে। ৩০%-র বেশি ক্রেতাকে শপিং মলে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
  • সিরিয়াল শুটিংয়ের ক্ষেত্রে ইউনিট পিছু ৫০ জন সদস্য নিয়ে কাজ করা যাবে। অবশ্যই তাঁদের ভ্যাকসিন দেওয়া থাকতে হবে।