প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ২৪ এপ্রিল: করোনা পরিস্থিতিতে দিশেহারা রাজ্য। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। দুএক দিনের রোগীর পরিস্থিতি এতটাই বিপজ্জনক হচ্ছে যে অক্সিজেন দেওয়া ছাড়া আর কোনও পথ খোলা থাকছে না। এদিকে হাসপাতালে বেড নেই। অক্সিজেনের সরবরাহ অনিয়মিত। এই পরিস্থিতিতে অনেক আক্রান্তর চিকিৎসা বাড়িতে থেকেই চলছে। এই অবস্থায় বাড়িতে কোনও করোনা রোগীর মৃত্যু হলে তাঁর ডেথ সার্টিফিকেট দেবেন পরিবারেরই চিকিৎসক। এক্ষেত্রে করোনা আক্রান্তে চিকিৎসা যদি টেলি মেডিসিনের মাধ্যমে চলে তবে সংশ্লিষ্ট চিকিৎসককে দিতে হবে মৃত্যুর শংসাপত্র। হাসপাতালে ভর্তি কোনও করোনা আক্রান্তকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে পথে যদি মৃত্যু ঘটে, তাহলে যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন সেখান থেকেই মিলবে সংশাপত্র। আরও পড়ুন-Covid 19 : 'অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে, তাঁকে ফাসি দেওয়া হবে'

একইভাবে করোনা রোগীর মৃতদেহ সৎকার (Covid-19 Patient Cremation Guidelines) করতে হলে কলকাতার ক্ষেত্রে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে যোগাযোগ করবেন মৃতের পরিবারের সদস্যরা। শহরতলিতে স্থানীর পুরসভার স্বাস্থ্য অধিকর্তাকে বিষয়টি জানাতে হবে। গ্রামের ক্ষেত্রে মৃতের পরিবার যোগাযোগ করবেন বিডিও বা বিএমওএইচ-এর সঙ্গে। রাজ্য সরকার এই নতুন গাইড লাইন প্রকাশ করেছে।