COVID-19 in West Bengal: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও উদ্বেগ কাটছে না, কমল মৃতের সংখ্যা
ফাইল ছবি

কলকাতা, ১৬ জুলাই: রাজ্যজুড়ে করোনা সংক্রমণের (COVID-19 in West Bengal) ভয়াবহতা কাটলেও, বিপদ এখনও কাটেনি। বেশ কিছুদিন ধরে করোনা গ্রাফ হাজারের নীচে নামলেও খুব বেশি কমছে না। রাজ্য স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৮২ জন। গতকালের থেকে সামান্য কমেছে সংক্ৰমণ। মৃতের সংখ্যা ১০। গতকাল যা ছিল ১২।

সংক্রমণের নিরিখে এখনও এগিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা আক্রান্ত ৮৯ জন। এরপরই রয়েছে জলপাইগুড়ি। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৯। এরপর রয়েছে কলকাতা ও দার্জিলিং। উত্তরবঙ্গে করোনা সংক্ৰমণ যে হারে বাড়ছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বৈ কী! সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,১৬,৪৮১। মোট মৃতের সংখ্যা ১৭, ৯৮০ জন। সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ। বৃহস্পতিবারই করোনার তৃতীয় ঢেউ শীঘ্রই আছড়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজ্য প্রশাসন ইতিমধ্যে তৃতীয় ঢেউ ঠেকানোর প্রস্তুতি নিয়েছে। আরও পড়ুন, মাধ্যমিকের ফলপ্রকাশ ২০শে জুলাই; উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে শুরু হচ্ছে অনলাইন ইন্টারভিউ, জানুন বিস্তারিত

দেশজুড়ে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩৮ হাজার ৯৪৯ জন৷ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪০ হাজার ২৬ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৪২ জন৷ সবমিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ২৬ হাজার ৮২৯ জন।