করোনা (Photo Credits: PTI)

কলকাতা, ১৮ এপ্রিল: ভয়াবহভাবে বাড়ছে রাজ্যে করোনা (COVID19 Cases) আক্রান্তের সংখ্যা। রাজ্যে একদিনে গতকালের তুলনায় করোনা আক্রান্ত সংখ্যা বাড়ল আরও একহাজার। স্বাস্থ্য দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৪১৯ জন। করোনায় মৃত্যুর সংখ্যা ২৮। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,৫৯,৯২৭।

রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৯,৬৩৮। সংক্রমণের নিরিখে বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী কলকাতা ও উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২,০০০-রেরও বেশি মানুষ। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১,৮৬০ জন। চিন্তা বাড়াচ্ছে এই দুই জেলা। কলকাতায় ইতিমধ্যে বেড সঙ্কট দেখা দিচ্ছে। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৬১,৫০০; মৃত্যু ১,৫০১ জনের

অন্যদিকে দেশজুড়ে করোনার হাল আরও ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬১ হাজার ৫০০ জন আক্রান্ত। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪২৩ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ১৮ লাখ ১ হাজার ১০৯ জন। করোনায় মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৫০ জন।