দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে (Durgapur Gang Rape Case) রবিবারই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও মূল ২ অভিযুক্ত এখনও পলাতক, তাঁদের খোঁজে এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। এদিকে আটক হওয়া অভিযুক্তদের রবিবারই আদালতে পেশ করে পুলিশ। তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। ইতিমধ্যেই মূল অভিযুক্তের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। পাশাপাশি তাঁদের খোঁজে জঙ্গল ও জঙ্গললাগোয়া এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে বিভিন্ন চেক পয়েন্টেও বাড়ানো হয়েছে নজরদারি।

সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের

পুলিশসূত্রে খবর, নিউটাউনশিপ থানা এলাকার শোলাপুরে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে ৭০০ মিটার দূরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কলেজ পড়ুয়ার একাংশের অভিযোগ, হোস্টেলের বাইরে বেশকিছুটা এলাকায় রাস্তার পাশে জঙ্গল রয়েছে। এই অন্ধকার জায়গাতে হামেশাই বসতে মদ ও নেশাখোরদের আসর। পুলিশ বা স্থানীয় প্রশাসন জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ এতদিন নেওয়া হয়নি।

ওড়িশায় নির্যাতিতাক ফিরিয়ে নিয়ে যেতে চায় পরিবার

বর্তমানে নির্যাতিতা ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁর বয়ানের ওপর ভিত্তি করেই ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনার পর ওড়িশার হাসপাতালে নির্যাতিতাকে নিয়ে যেতে চাইছে তাঁর পরিবার। এই নিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির হস্তক্ষেপের আবেদন করেছেন তিনি।